kalerkantho

মঙ্গলবার । ২৫ জুন ২০১৯। ১১ আষাঢ় ১৪২৬। ২২ শাওয়াল ১৪৪০

ওয়েসেলসের স্বস্তি

২২ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদক্ষিণ আফ্রিকার সঙ্গে সেঁটে গেছে ‘চোকার’ বদনাম। বিশ্বকাপে চারবার সেমিফাইনাল থেকে ছিটকে গেছে তারা। এবি ডি ভিলিয়ার্সের মতো তারকা না থাকায় এবার প্রোটিয়াদের ফেভারিট বলছে না কেউ। দক্ষিণ আফ্রিকান সাবেক অধিনায়ক কেপলার ওয়েসেলসের স্বস্তির জায়গাও এটা। ফেভারিট না হওয়ায় এই বিশ্বকাপে ফাফ দু প্লেসিসের দল চাপমুক্ত হয়ে খেলতে পারবে বলে বিশ্বাস ১৯৯২ বিশ্বকাপে প্রোটিয়াদের নেতৃত্ব দেওয়া ওয়েসেলসের, ‘দক্ষিণ আফ্রিকাকে ফেভারিট না বলায় ক্রিকেটাররা অনেক স্বস্তিতে থাকবে। খুব কম মানুষই বিশ্বাস করে ওরা বিশ্বকাপ জিতবে। এ জন্য আমার বিশ্বাস সেমিফাইনালে খেলবেই দু প্লেসিসরা। এর পরের কাজটা ওদের।’ ইংলিশ কন্ডিশনে বোলাররা গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে বিশ্বাস ওয়েসেলসের, ‘যেকোনো দল ৩০০-৩২০ রান করতেই পারে। অনেক ভেন্যুতে উইকেটের চরিত্র বদলে যাবে। তাই মনে হচ্ছে, বোলাররা ম্যাচের ভাগ্য গড়ে দেবে।’ ভারতীয় দলে ৪ নম্বর পজিশনে বিরাট কোহলিকে চাইলেন ওয়েসেলস, ‘এমন হতে পারে ১০ রানে ২ উইকেট হারাল ভারত। তখন ইনিংসটা শক্তিশালীভাবে এগিয়ে নিতে পারে কোহলি। আমার মনে হয়, কোহলিরই চারে আসা উচিত।’ পিটিআই

মন্তব্যসাতদিনের সেরা