kalerkantho

মঙ্গলবার । ২৫ জুন ২০১৯। ১১ আষাঢ় ১৪২৬। ২২ শাওয়াল ১৪৪০

এমবাপ্পের সেরা মেসি

২২ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবিশ্বকাপের সেরা তরুণ খেলোয়াড় হয়েছেন, ব্যালন ডি’অরেও জিতেছেন সে পুরস্কার। তবে কিলিয়ান এমবাপ্পেকে তারুণ্যের ফ্রেমে আর আটকে রাখা যাচ্ছে না। লিগ ওয়ানে এ মৌসুমেই সর্বোচ্চ ৩২ গোল করে এরই মধ্যে আসরের সেরা তরুণ একই সঙ্গে সেরা খেলোয়াড়েরও স্বীকৃতি জিতে নিয়েছেন এই ফরোয়ার্ড। ব্যালন ডি’অরেও তাঁকে ফেভারিট দেখছে কেউ কেউ। তবে তাঁর মতে, ‘এখনো সব কিছুতে মেসিই এগিয়ে।’ চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের কাছে হেরে তাঁর দল বার্সেলোনা বিদায় নেওয়াতেও এই শ্রেষ্ঠত্বের কোনো বদল দেখছেন না তিনি, ‘চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়ে কিছু যায় আসে না। মেসি দেখিয়েছে এ বছর সে-ই সেরা। সে-ই এবারের ব্যালন ডি’অরের ফেভারিট।’ ইউরোপিয়ান গোল্ডেন শু জেতার দৌড়েও এই মেসির কাছেই পিছিয়ে এখনো ফরাসি তারকা। এএফপি

মন্তব্যসাতদিনের সেরা