kalerkantho

মঙ্গলবার । ২৫ জুন ২০১৯। ১১ আষাঢ় ১৪২৬। ২২ শাওয়াল ১৪৪০

নোয়াখালীতে পয়েন্ট ভাগাভাগি

২২ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেনোয়াখালীতে পয়েন্ট ভাগাভাগি

ক্রীড়া প্রতিবেদক : লিগের দ্বিতীয় পর্বেও নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামের একই দশা। একই রকম রুক্ষ, ন্যাড়া মাঠ, বাঁশ-কাপড়ের দীনহীন ডাগ আউট। স্বাগতিক বিজেএমসি সেখানে আবারও পয়েন্ট পেয়েছে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে। ১-১ গোলে ড্র হয়েছে ম্যাচ। প্রথমার্ধে স্যামসন ইলিয়াসুর গোলে বিজেএমসিই এগিয়ে যায়, ৮৪ মিনিটে সমতা ফিরিয়েছেন মামাদু বাহ।

পয়েন্ট টেবিলে এখনো তলানিতে বিজেএমসি। ৫ পয়েন্ট তাদের, ৫টিই ড্র। যার চারটিই খেলার প্রায় অযোগ্য সেই ভুলু স্টেডিয়ামে। এ মাঠে এর আগে বসুন্ধরা কিংসকেও রুখে দিয়েছে তারা। ম্যাচের আগে ও পরে মাঠ নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে কিংস। কিন্তু লিগ কমিটি এ ব্যাপারে কোনো ব্যবস্থাই নেয়নি। কাল বিরতির ঠিক আগে আগে বক্সের ওপর থেকে নেওয়া ইলিয়াসুর একটি দর্শনীয় শটে প্রথমে এগিয়ে যায় স্বাগতিকরা। এই লিড ধরে রেখে প্রথম জয়ের স্বপ্নও দেখছিল দলটি। কিন্তু শেষ বাঁশির মিনিট পাঁচেক আগে তাদের হতাশায় ডুবিয়েছেন মামাদু বাহ। মাঝমাঠ থেকে নেওয়া ফ্রি কিকে মাথা ছুঁইয়ে বল জালে পাঠিয়েছেন এ স্ট্রাইকার। ১৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে এখন চট্টগ্রাম আবাহনী। পঞ্চম স্থানে থাকা আরামবাগের চেয়ে পিছিয়ে ১ পয়েন্টে। এই রাউন্ডে আরামবাগ অবশ্য আজই মাঠে নামছে সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে। দুটি দলেরই হোম ভেন্যু ময়মনসিংহের রফিকুল ইসলাম ভূঁইয়া স্টেডিয়াম। সেই মাঠেই আজ ডার্বি। ২৯ পয়েন্ট নিয়ে সাইফ আছে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে। দুই দলের মুখোমুখি প্রথম দেখায় শেষ হাসি ছিল আরামবাগের। ১-০ গোলে জেতে তারা সেই ম্যাচ।

মন্তব্যসাতদিনের সেরা