kalerkantho

মঙ্গলবার । ২৫ জুন ২০১৯। ১১ আষাঢ় ১৪২৬। ২২ শাওয়াল ১৪৪০

টপ অব দ্য ডে

২২ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেটপ অব দ্য ডে

নিজেদের মাঠে হারের মুখে ছিল লািসও। সিরি ‘এ’তে বোলোনিয়ার বিপক্ষে ৭৯ মিনিট পর্যন্ত পিছিয়ে ২-৩ গোলে। তখনই ত্রাতা হয়ে এলেন সের্গেই মিলিঙ্কোভিচ সাভিচ। তাঁর ৮০ মিনিটের গোলে ৩-৩ সমতায় মাঠ ছাড়ে দুই দল। এই ড্রতে ৩৭ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে উঠে এসেছে লািসও।

মন্তব্যসাতদিনের সেরা