kalerkantho

সোমবার। ১৭ জুন ২০১৯। ৩ আষাঢ় ১৪২৬। ১৩ শাওয়াল ১৪৪০

মেয়ে হারালেন আসিফ

২১ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমেয়ে হারালেন আসিফ

বিশ্বকাপের আগে হৃদয়বিদারক খবর পেলেন আসিফ আলী। পাকিস্তানি ব্যাটসম্যানের ১৮ মাসের মেয়ে নূর ফাতিমা লড়াই করছিল ক্যান্সারের সঙ্গে। গত পিএসএলের সময় ধরা পরে অসুখটা। চতুর্থ ধাপের ক্যান্সারে মৃত্যু অবধারিতই ছিল। শেষ চেষ্টা হিসেবে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয় যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে। এর পরও বাঁচানো যায়নি ফাতিমাকে। গত পরশু জীবনযুদ্ধে হেরে না ফেরার দেশে চলে গেছে সে। লিডসে ২২ রানের ইনিংস খেলা আসিফ মেয়ের মৃত্যুর খবর পেয়ে উড়ে গেছেন যুক্তরাষ্ট্রে। তাঁর পাশে দাঁড়িয়েছে পুরো পাকিস্তানি দল। বিশ্বকাপের প্রাথমিক দলে না থাকলেও গতকাল চূড়ান্ত ১৫ জনে জায়গা করে নিয়েছেন আসিফ। তাঁর পরিবারের প্রতি সান্ত্বনা জানিয়ে প্রধান নির্বাচক ইনজামাম উল হল জানালেন, ‘আমরা সবাই আসিফের পাশে আছি। অনুশীলন ম্যাচগুলোর আগে আমাদের সঙ্গে ইংল্যান্ডে যোগ দেবে ও।’ এএফপি

মন্তব্যসাতদিনের সেরা