kalerkantho

বৃহস্পতিবার । ২০ জুন ২০১৯। ৬ আষাঢ় ১৪২৬। ১৬ শাওয়াল ১৪৪০

রিজার্ভ দলে ব্রাভো-পোলার্ড

২০ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরিজার্ভ দলে ব্রাভো-পোলার্ড

গুঞ্জন ছিল কিয়েরন পোলার্ডের বিশ্বকাপ দলে ফেরার। আইপিএল মাতিয়ে জায়গা পেলেন ঠিকই, তবে রিজার্ভ দলে। পোলার্ডের সঙ্গে রিজার্ভ দলে ডোয়াইন ব্রাভোকেও ডেকেছেন ক্যারিবিয়ান নির্বাচকরা। অথচ ব্রাভো জাতীয় দল থেকে অবসর নিয়েছেন গত বছর। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২০১৬ সালে সবশেষ একটি টি-টোয়েন্টি খেলেছিলেন ব্রাভো। আর সবশেষ ওয়ানডে খেলেছেন ২০১৪ সালে। কিয়েরন পোলার্ডও ২০১৬ সালের পর খেলেননি কোনো ওয়ানডে। আইপিএল দুজনের দুর্দান্ত ফর্মে থাকায় বিশ্বকাপ দলে জায়গা পাওয়া নিয়ে গুজব ছিল ক্যারিবিয়ান মিডিয়ায়। মূল দলের বদলে আপাতত তাঁদের ঠাঁই হয়েছে ১০ জনের রিজার্ভ দলে।

এই তালিকায় যোগ করা হয়েছে ত্রিদেশীয় সিরিজে আলো ছড়ানো সুনীল অ্যামব্রিস ও রেমন রেইফারকেও। এ নিয়ে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচক রবার্ট হেইন্স জানালেন, ‘কেউ চোট পেলে যেন সমস্যায় না পড়ি এ জন্য ভারসাম্য বাড়ানো হয়েছে রিজার্ভ দলের।’ ১৯ থেকে ২৩ মে তাঁদের নিয়ে সাউদাম্পটনে বিশেষ প্রস্তুতি ক্যাম্প করবে ওয়েস্ট ইন্ডিজ। ২২ মে রোজবোলে অস্ট্রেলিয়ার সঙ্গে রয়েছে একটি প্রস্তুতি ম্যাচও। আইসিসি

মন্তব্য