kalerkantho

মঙ্গলবার। ১৮ জুন ২০১৯। ৪ আষাঢ় ১৪২৬। ১৪ শাওয়াল ১৪৪০

আশায় ওয়াকার

২০ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআশায় ওয়াকার

টানা তিন ম্যাচে ৩৪০ রানের বেশি করেছিল পাকিস্তান। নখদন্তহীন বোলিংয়ে যথেষ্ট ছিল না সেটা। ইংল্যান্ডের কাছে হারতে হয়েছে সব ম্যাচ। সরফরাজ আহমেদের দলকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে সমালোচনার ঝড়। সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির মতো অনেকে একহাত নিয়েছেন বোলারদের। ব্যতিক্রম সাবেক অধিনায়ক ও কোচ ওয়াকার ইউনুস। টানা ৯ ওয়ানডে হারা দলকে নিয়ে এখনো আশায় ওয়াকার, ‘যদিও ইংল্যান্ডের কাছে ওরা সিরিজ হেরেছে এর পরও বলব, বিশ্বকাপের জন্য প্রস্তুত পাকিস্তান।’ তিন ম্যাচে ৩০০-র বেশি রান করাটাই আশাবাদী করে তুলেছে ওয়াকারকে। বোলিং সব সময় গর্বের জায়গা হলেও ইংল্যান্ডে হাসান আলী, জুনাইদ খান, ইয়াসির শাহরা মেলে ধরতে পারেননি নিজেদের। ওয়াকারের আশা বিশ্বকাপ শুরু হলে বোলারার ফিরে পাবেন নিজেদের। পিটিআই

মন্তব্যসাতদিনের সেরা