kalerkantho

সোমবার। ২৭ মে ২০১৯। ১৩ জ্যৈষ্ঠ ১৪২৬। ২১ রমজান ১৪৪০

ভালো করেননি জহির

২৩ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেক্রীড়া প্রতিবেদক : এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ভালো করতে পারেননি জহির রায়হান। ৪০০ মিটারে দেশসেরা এই স্প্রিন্টার দোহায় দৌড়েছেন ৪৮.৫১ সেকেন্ডে। যা মোটেও তাঁর সেরা টাইমিং নয়। গত জাতীয় চ্যাম্পিয়নশিপেই তিনি ৪৬.৪৭ সেকেন্ডে দৌড়েছেন, বিশ্ব জুনিয়র অ্যাথলেটিকসে সেমিফাইনালে উঠেছিলেন ৪৮.০০ সেকেন্ডে। দোহায় হিটে সাতজনের মধ্যে ষষ্ঠ হয়েছেন তিনি। হতাশ করেছেন বর্তমান দ্রুততম মানব মোহাম্মদ ইসমাইলও, ১১.১৭ সেকেন্ড সময় নিয়েছেন তিনি ১০০ মিটার শেষ করতে। তুলনায় ভালো টাইমিং হয়েছে বিকেএসপির স্প্রিন্টার মোহাম্মদ হাসানের, ১০.৮৬ সেকেন্ডে দৌড়েছেন তিনি। দুই মেয়ে স্প্রিন্টার শিরিন আক্তার ও সোহাগী খাতুনের পারফরম্যান্সও হতাশাজনক। দ্রুততম মানবী শিরিন ১০০ মিটার শেষ করতে সময় নিয়েছেন ১২.৭২ সেকেন্ড, ১২.৭৮ সেকেন্ড সময় নিয়েছেন সোহাগী। সোহাগী এই আসরে অংশ নেবেন ২০০ মিটার স্প্রিন্টেও। এইচএসসি পরীক্ষার মধ্যেই জহির এই মিটে অংশ নিয়েছেন, তা ছাড়া প্রতিযোগিতার আগে আগে জ্বরেও পড়েছেন তিনি। প্রত্যাশিত পারফরম্যান্স না হওয়ার সেটিও কারণ।

মন্তব্য