kalerkantho

রবিবার । ২৬ মে ২০১৯। ১২ জ্যৈষ্ঠ ১৪২৬। ২০ রমজান ১৪৪০

সংক্ষিপ্ত

ফরহাদ না শফিউল?

২৩ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেক্রীড়া প্রতিবেদক : বিশ্বকাপ দলের ১৫ জনের সঙ্গে আয়ারল্যান্ড সফরে নিয়ে যাওয়া হচ্ছে ব্যাটসম্যান ইয়াসির আলী চৌধুরী ও অফস্পিনার নাঈম হাসানকেও। শেষ মুহূর্তে এঁদের সঙ্গে একজন পেসারকেও উড়িয়ে নেওয়া হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন। ঘরোয়া ক্রিকেটে গত কয়েক মৌসুম ধরে দারুণ সফল ফরহাদ রেজা এবং শফিউল ইসলামের মধ্য থেকে একজনকে বেছে নেওয়া হতে পারে বলেও আভাস দিয়েছেন তিনি। ১৭ জনের দলের সদস্যসংখ্যা বাড়ানোর ব্যাখ্যায় মিনহাজুল বলেছেন, ‘রুবেল এখনো পুনর্বাসন প্রক্রিয়ায় আছে। চোট-আঘাত আছে আরো কয়েকজনেরও। তা ছাড়া আয়ারল্যান্ডে এখন প্রচণ্ড ঠাণ্ডাও। ওই কন্ডিশনে গিয়ে এমনও হতে পারে যে ফিটনেসের কারণে কয়েকজনকে না খেলানোর সম্ভাবনাও জাগতে পারে। তাই বাড়তি একজন পেসার অন্তর্ভুক্তির চিন্তা। এখনো চূড়ান্ত কিছু নয়, তবে ফরহাদ কিংবা শফিউলের একজন যেতে পারে। ওদের ফিটনেস প্রতিবেদনও দেখতে হবে।’

মন্তব্য