kalerkantho

শনিবার । ২৫ মে ২০১৯। ১১ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৯ রমজান ১৪৪০

টপ অব দ্য ডে

২৩ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেটপ অব দ্য ডে

বাঁ-দিক ধরে আমিরাতের ডিফেন্সে ক্রমাগত হানা দিয়ে গেছেন কৃষ্ণা রানী সরকার। গোলের সুযোগ তৈরি করেছেন, কখনো নিজে পৌঁছে গেছেন তেমন পজিশনে। তাঁর সেই অপেক্ষা ফুরায় ৩০ মিনিটে। মনিকা চাকমার কর্নারে চমৎকার হেডে স্কোরলাইন ২-০ করেছেন। দুর্দান্ত একটি থ্রু বলও ঠেলেছিলেন সিরাত জাহানের পায়ে, সুযোগটি নষ্ট না হলে নাম তুলতে পারতেন অ্যাসিস্টেও।

মন্তব্য