kalerkantho

সোমবার। ২৭ মে ২০১৯। ১৩ জ্যৈষ্ঠ ১৪২৬। ২১ রমজান ১৪৪০

লাওস

২১ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেলাওস

র‌্যাংকিংয়ের বাইরে

লাওস অনূর্ধ্ব-১৯ দল গত এএফসি চ্যাম্পিয়নশিপ বাছাইয়ে তৃতীয় হয়েছে নিজেদের গ্রুপে। ইরানের কাছে ৪-১ গোলে হারের পর মিয়ানমারকে হারিয়েছে ৪-৩ ব্যবধানে। ২০০৭-এ ফুটবল শুরু করা লাওসের মেয়েরা আসিয়ান চ্যাম্পিয়নশিপে দুইবার সেমিফাইনালে খেলেছে। দুইবার শেষ চারে গেছে সাউথইস্ট এশিয়ান গেমসেও। তবে ২০১৩-র পর আর ওই আসরে অংশ নেয়নি দলটি, আসিয়ানে সর্বশেষ খেলেছে ২০১৫-তে।

মন্তব্য