kalerkantho

বৃহস্পতিবার । ২৩ মে ২০১৯। ৯ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৭ রমজান ১৪৪০

টপ অব দ্য ডে

১৯ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেটপ অব দ্য ডে

প্রথম লেগে তাঁর একমাত্র গোলেই জিতেছিল টটেনহাম। ইত্তিহাদ স্টেডিয়ামে ফিরতি লেগেও জোড়া গোল সন হিউং মিনের। চতুর্থ মিনিটে রহিম স্টার্লিং ম্যানসিটিকে এগিয়ে নেওয়ার পর তিন মিনিটের ব্যবধানে করেছেন দুই গোল। সপ্তম মিনিটে আইমেরি লাপোর্তের ভুলে লক্ষ্য ভেদ করার পর এরিকসনের পাসে ম্যাচে দ্বিতীয়বার গোল উৎসবে মাতেন সন।

মন্তব্য