kalerkantho

মঙ্গলবার । ২১ মে ২০১৯। ৭ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৫ রমজান ১৪৪০

তবু আশায় লেমোস

১৮ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেক্রীড়া প্রতিবেদক : অ্যাওয়ে ম্যাচ জিতে এসে ঘরের মাঠে পয়েন্ট হারানোটা হতাশারই। চেন্নাই-মিনার্ভা নিজেদের মধ্যে প্রথম ম্যাচ ড্র করায় মানাং মার্সিয়াংদিকে হারানো আবাহনী গ্রুপের

শীর্ষেই ছিল। কিন্তু মিনার্ভার সঙ্গে বঙ্গবন্ধু স্টেডিয়ামে গতকালের ড্রয়ে সেই শীর্ষস্থান হারিয়েছে তারা। কারণ অন্য ম্যাচে  মানাংকে ২-০ গোলে হারিয়েছে চেন্নাই। তাতে আবাহনীর সমান ৪ পয়েন্ট নিয়ে কিন্তু গোল ব্যবধানে আবাহনীকে পেছনে ফেলে শীর্ষে উঠে গেছে ইন্ডিয়ান সুপার লিগের দলটি।

কাল ম্যাচ শেষে লেমোসের কণ্ঠে তাই জিততে না পারার আক্ষেপ ছিল। তবে আশাও ছাড়েননি তিনি, ‘ঘরের মাঠে আমরা জিততেই ছিলাম। সেটা হলে শীর্ষস্থান আমাদেরই থাকত। তবে এখনো সময় চলে যায়নি। আমরা গ্রুপ পর্ব পেরোনোর ব্যাপারে আশাবাদী।’ মিনার্ভা কোচ শচীন বাদারেও খুশি অ্যাওয়ে ম্যাচ থেকে পয়েন্ট নিয়ে যেতে পারায়, ‘আজ যে কেউ জিততে পারত। অ্যাওয়ে ম্যাচ হিসেবে এই ২-২ গোলের ড্র নিয়ে আমাদের অবশ্য হতাশার কিছু নেই।’ মিনার্ভা দ্বিতীয় ম্যাচ খেলবে মানাংয়ের বিপক্ষে, ৩০ এপ্রিল আহমেদাবাদে আবাহনী খেলবে চেন্নাইয়ের বিপক্ষে।

মন্তব্য