kalerkantho

থেমে গেলেন রোনালদো

১৮ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেথেমে গেলেন রোনালদো

চ্যাম্পিয়নস লিগ হারাল ‘চ্যাম্পিয়ন’কে। জুভেন্টাসের বিদায়ের সঙ্গে সঙ্গে যে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। ২০০৯-১০-এ ম্যানইউ থেকে রিয়ালে এসেছিলেন রোনালদো, রিয়ালের হয়ে সেবারই প্রথম চ্যাম্পিয়নস লিগে মাঠে নামা। অলিম্পিক লিওঁর কাছে হেরে শেষ ষোলো থেকেই বাদ পড়েছিল রিয়াল, রোনালদো গোল করেও ঠেকাতে পারেননি দলের বিদায়। এরপর ২০১৭-১৮ মৌসুম পর্যন্ত রিয়ালেই খেলেছেন রোনালদো, কোনোবারই সেমিফাইনালের আগে থামেনি মাদ্রিদিস্তারা। চারবার তো শিরোপাই জিতেছেন রোনালদো। ৯ মৌসুম  পর চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে দেখা যাবে না ‘সিআর সেভেন’কে। এপি

মন্তব্য