kalerkantho

অস্ট্রেলিয়ার মধুর সমস্যা

১৭ এপ্রিল, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেঅস্ট্রেলিয়ার মধুর সমস্যা

তিনজনই ওপেনার। তিনজনই দারুণ ছন্দে। তাহলে অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, উসমান খাজার মধ্য থেকে কোন দুজন উদ্বোধন করবেন অস্ট্রেলিয়ার ইনিংস? ফিঞ্চ, উসমান খাজা দুর্দান্ত ফর্মে আছেন। এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা ওয়ার্নার আইপিএলে শীর্ষ রান সংগ্রাহক। তাই অধিনায়ক ফিঞ্চ দ্বিধায় বিশ্বকাপের ওপেনিং নিয়ে। ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে জানালেন, ‘আমাদের সঠিক কম্বিনেশন খুঁজে বের করতে আগামী ৬-৮ সপ্তাহে প্রচুর ভাবতে হবে। ওয়ার্নারের রেকর্ড অবিশ্বাস্য। উসমানও দুর্দান্ত খেলছে। তবে এখনই চূড়ান্ত হয়নি ওপেন করবে কে?’

পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগে রানখরায় ভুগছিলেন ফিঞ্চ। দলে টিকে থাকতে মিডল অর্ডারে ব্যাটিংয়ের কথাও জানিয়েছিলেন তখন। তবে আরব আমিরাতে টানা দুই সেঞ্চুরি এবং আরেকটি ৯০ রানের ইনিংস খেলায় আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। এ জন্য বিশ্বকাপেও করতে চান ইনিংসের উদ্বোধন, ‘আমরা তিনজনই পারি ৩ নম্বরে নেমে খেলতে। তবে এ ক্ষেত্রে ওদের তুলনায় আমার অভিজ্ঞতা কম। আমার মনে হয়, ডান ও বাঁহাতি দুজনের ওপেন করা ভালো।’ এর অর্থ—ডানহাতি ফিঞ্চই নামবেন ওয়ার্নার কিংবা উসমান খাজার মধ্যে একজনকে নিয়ে।

গত বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে ওপেন করেছিলেন ওয়ার্নার-ফিঞ্চ। শিরোপাও জিতেছে অস্ট্রেলিয়া। এ অভিজ্ঞতাতে এই দুজনকেই ইংল্যান্ডে চাইতে পারে টিম ম্যানেজমেন্ট। এ জন্য উসমান খাজা তিনে নেমে এলে হয়তো আপত্তি থাকবে না ফিঞ্চের, ‘আমি কল্পনা করলে হ্যাঁ বলব (খাজার তিনে নামা)। তবে এটা এখনো ঠিক হয়নি। উসমান দুর্দান্ত ব্যাটসম্যান, গত ছয় মাস ফর্মের তুঙ্গে আছে ও।’ ডেভিড ওয়ার্নারের একাদশে থাকা নিশ্চিত একরকম। স্টিভেন স্মিথের সুযোগ দেখছেন ফিঞ্চ, ‘আমি হ্যাঁ বলব। সংক্ষিপ্ত করে বললে হ্যাঁ বলতেই হবে। আমরা ১৫ জন বেছে নিয়েছি। একাদশে খেলতে পারে ১৫ জনের যে কেউ। হ্যান্ডসকম্বকে দুর্ভাগ্যবান বলব। মিডল অর্ডারে স্মিথকে নিয়ে নতুন করে বলার কিছু নেই।’ ক্রিকেট অস্ট্রেলিয়া

মন্তব্য