kalerkantho


উটের দৌড়ে নেইমার জয়ী!

১৮ জানুয়ারি, ২০১৯ ০০:০০উটের দৌড়ে নেইমার জয়ী!

উটের দৌড়ে জিতেছেন নেইমার। নেইমারের জার্সি পরা উটটাই হয়েছে প্রথম। ১২ তারিখে আমিয়েঁর বিপক্ষে জয়ের পর প্যারিস সেন্ত জার্মেইর পরের ম্যাচ ১৯ জানুয়ারি। মাঝের সময়টায় গোটা দলই চলে এসেছিল কাতার সফরে। সেখানে দোহায় একটি উটের দৌড়ে অংশ নেন ফুটবলাররা, সঙ্গে ছিলেন কোচ টমাস ট্যুশেলও।  দোহার আল শাহানাইয়া রেসকোর্সে ১৩টি উটের গায়ে ছিল ১৩ জন পিএসজি ফুটবলারের জার্সি। ফুটবলাররা ট্র্যাকের পাশেই ফোর হুইল ড্রাইভ গাড়িতে চড়ে দূর থেকে ওয়াকিটকির মাধ্যমে চেঁচিয়ে চেঁচিয়ে উটগুলোকে দৌড়াতে উৎসাহ জোগাচ্ছিলেন। নেইমার, দানি আলভেস, কিলিয়ান এমবাপ্পে, থিয়াগো সিলভা, এদিনসন কাভানি; সবাই খুবই উত্তেজিত ছিলেন এই উটের দৌড় নিয়ে। কারণ জিতলেই যে কড়কড়ে ২৫ হাজার ইউরো পুরস্কার! দুটি রেসের একটিতে সবার আগে ফিনিশিং লাইন পার করেছে নেইমারের জার্সি গায়ের উটটি। অন্য রেসে প্রথম হয়েছে কোচ ট্যুশেলের উট। দুজনেই পেয়েছেন ২৫ হাজার ইউরো করে। এই অর্থ অবশ্য বিজয়ীরা দান করে দিয়েছেন কল্যাণমূলক তহবিলে। পিএসজি ওয়েবসাইটমন্তব্য