kalerkantho

বৃহস্পতিবার । ২০ জুন ২০১৯। ৬ আষাঢ় ১৪২৬। ১৬ শাওয়াল ১৪৪০

টপ অব দ্য ডে

১৯ নভেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেটপ অব দ্য ডে

সমান পাঁচটি করে উইকেট হাসান আলী ও ইয়াসির শাহ দুজনেরই। হাসান রানও দিয়েছেন তুলনামূলক কম। তবে ঘূর্ণিবলের ভেলকি দেখিয়ে আবুধাবিতে পাকিস্তানকে লড়াইয়ে ফিরিয়েছেন ইয়াসিরই। একটা পর্যায়ে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২২০ রান তুলে ফেলে নিউজিল্যান্ড। ওখান থেকে তারা ২৪৯ রানে গুটিয়ে গেছে এই লেগির ভয়ংকর বোলিংয়েই। পর পর দুই ওভারে তিনটিসহ ১১০ রানে পাঁচ উইকেট নেন ইয়াসির।

মন্তব্য