kalerkantho

আসছে ‘আত্মবিশ্বাসী’ ওয়েস্ট ইন্ডিজ

১৩ নভেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেটেস্টে ০-২, ওয়ানডেতে ১-৩ আর টি-টোয়েন্টিতে ০-৩। ভারত সফরে রীতিমতো বিধ্বস্ত ওয়েস্ট ইন্ডিজ। গত পরশু সিরিজের শেষ টি-টোয়েন্টিতে কার্লোস ব্রাথওয়েটের দল হেরেছে ৬ উইকেটে। বাংলাদেশ সফরে তাই মনোবল তলানিতে থাকার কথা ক্যারিবীয়দের। কিন্তু ব্রাথওয়েট বলছেন উল্টো কথা। ২২ নভেম্বর চট্টগ্রামে টেস্ট দিয়ে সিরিজ শুরু হওয়ার আগে ক্যারিবীয়দের আত্মবিশ্বাসীই মনে হচ্ছে তাঁর, ‘দলের আত্মবিশ্বাস অনেক উঁচুতে। ভাগ্য সহায় থাকলে পুরো সিরিজের ফল অন্য রকম হতে পারত। প্রথম ম্যাচে লড়াই করেছি আমরা। চেন্নাইয়ের শেষ ম্যাচে ভারত জিতেছে একেবারে শেষ বলে। শিখর ধাওয়ান আর ঋষভ পান্টের বড় জুটির পরও ম্যাচটি শেষ বল পর্যন্ত নিতে পারা কৃতিত্বের।’

ভুল বলছেন না ব্রাথওয়েট। চেন্নাইয়ে শেষ ম্যাচে নিকোলাস পুরানের ৫৩ ও ড্যারেন ব্রাভোর ৪৩-এ ওয়েস্ট ইন্ডিজ করেছিল ৩ উইকেটে ১৮১। জবাবে ৪ রানেই অধিনায়ক রোহিত শর্মাকে ফেরান কিমো পল। লোকেশ রাহুল ১৭ করে ফিরলে চাপে পড়ে ভারত। কিন্তু তৃতীয় উইকেটে শিখর ধাওয়ান ও ঋষভ পান্টের ১৩০ রানের জুটিতে ম্যাচের লাগাম ভারতের হাতে। শেষ দুই ওভারে জয়ের জন্য দরকার ছিল ৮ রান। কিমো পল ১৯তম ওভারে ৩ রান দিয়ে ফেরান ৫৮ করা পান্টকে। শেষ ৬ বলে করতে হতো তখন ৫। সেই ওভারের পঞ্চম বলে ৯২ করা শিখর ধাওয়ানকে ফেরান ফ্যাবিয়ান অ্যালেন। স্কোরে সমতা তখন। জয়ের জন্য শেষ বলে ১ রান করতেই হতো। মনিশ পাণ্ডে করলেন স্ট্রেট ড্রাইভ। বোলার অ্যালেনের হাত ফসকে গেল সেটা! নয়তো টাই হয়ে যেতে ম্যাচটি। বাংলাদেশ সফরের আগে এ জন্যই আত্মবিশ্বাসী ব্রাথওয়েট, ‘দল হিসেবে আমাদের ধারাবাহিক হতে হবে। আইসিসি

মন্তব্য