kalerkantho

সংক্ষিপ্ত

জাতীয় হ্যান্ডবল শুরু আজ

১৩ নভেম্বর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজাতীয় হ্যান্ডবল শুরু আজ

ক্রীড়া প্রতিবেদক : ‘এক্সিম ব্যাংক ২৮তম জাতীয় পুরুষ হ্যান্ডবল’ শুরু হচ্ছে আজ। একই সঙ্গে তিনটি ভেন্যুতে হবে এই আসর। পল্টনের হ্যান্ডবল স্টেডিয়ামের পাশাপাশি রোলার স্কেটিং কমপ্লেক্স ও পল্টন আউটার স্টেডিয়ামেও হবে খেলা। মোট ৩৩টি দল অংশ নিচ্ছে এবারের আসরে। গতবারের পারফরম্যান্সের ভিত্তিতে বিজিবি, পুলিশ, আনসার ও চাঁপাইনবাবগঞ্জ খেলবে সরাসরি দ্বিতীয় রাউন্ড থেকে। আটটি গ্রুপে হবে প্রথম রাউন্ডের খেলা। গ্রুপ চ্যাম্পিয়নরা উঠবে দ্বিতীয় রাউন্ডে। ১২ দল নিয়ে সেখানেও চার গ্রুপের খেলা। তা থেকে চার গ্রুপ চ্যাম্পিয়ন উঠবে সেমিফাইনালে। পুরুষ হ্যান্ডবল শেষে আগামী জানুয়ারিতে হবে মেয়েদের জাতীয় চ্যাম্পিয়নশিপ

মন্তব্য