kalerkantho

বৃহস্পতিবার । ২৩ মে ২০১৯। ৯ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৭ রমজান ১৪৪০

প্রথম বিভাগ দাবা

২২ অক্টোবর, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেক্রীড়া প্রতিবেদক : প্রথম বিভাগ দাবা লিগ শুরু হচ্ছে ২৫ অক্টোবর থেকে। ১২টি দল খেলবে এবারের আসরে। শেখ রাসেল মেমোরিয়াল চেস একাডেমি ও লিওনাইন চেস ক্লাব প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হয়ে এবার এ আসরে খেলছে। দ্বিতীয় বিভাগের সেরা দুই দল হিসেবে প্রথম বিভাগে উঠেছে এবার উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব ও লিজেন্ড ফারাজ আয়াজ চেস টিম। লিগের অন্য দলগুলো হলো জনতা ব্যাংক, হাসান মেমোরিয়াল চেস ক্লাব, অগ্রণী ব্যাংক দাবা দল, দেবদাস বিশ্বাস স্মৃতি সংসদ, বসির মেমোরিয়াল চেস ক্লাব, ক্যাসপারভ চেস ক্লাব, মহাখালী প্রদীপ সংঘ ও মীর চেস ক্লাব। এবারও লিগের শীর্ষ দুই দল আগামী বছর খেলার সুযোগ পাবে প্রিমিয়ারে, দ্বিতীয় বিভাগে নেমে যাবে দুটি দল।

মন্তব্য