kalerkanthoসংক্ষিপ্ত

চেনা পথে শারাপোভা

২০ মে, ২০১৮ ০০:০০১৫ মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে কোর্টে ফিরেছেন আগেই। ‘দয়া’র ওয়াইল্ড কার্ড নিয়ে মর্যাদার টুর্নামেন্টগুলোয় খেলার সুযোগ পাওয়ায় কম সমালোচনাও শুনতে হয়নি মারিয়া শারাপোভাকে। সমালোচকদের মুখ বন্ধও করে দিয়েছেন এত দিনে। এবার র্যাংকিংয়ের সেরা ৩২-এ পৌঁছে ফিরতে চলেছেন নিজের চেনা কক্ষে। ফ্রেঞ্চ ওপেনে বাছাইয়ের মর্যাদা পেতে চলেছেন তিনি। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর এবারই প্রথম বাছাই হয়ে খেলবেন কোনো গ্র্যান্ড স্লামে। ইতালিয়ান ওপেনের সেমিফাইনালে পৌঁছানোয় ফিরে পেয়েছেন হারানো মর্যাদাটা। কোয়ার্টার ফাইনালে শারাপোভা ৬-৭, ৬-৪, ৭-৫ গেমে হারিয়েছেন ফ্রেঞ্চ ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন ইয়েলেনা ওস্তাপেঙ্কোকে। স্কোরকার্ডই বলছে কতটা উপভোগ্য ছিল ম্যাচটি। তিন ঘণ্টার সেই লড়াই জিতে পাঁচবারের গ্র্যান্ড স্লামজয়ী শারাপোভার স্বস্তি, ‘আবারও এই পর্যায়ে (র্যাংকিংয়ের সেরা ৩২) পৌঁছাতে পারাটা অসাধারণ। ভক্তরা এই টেনিস দেখতে চাইছিলেন আমার কাছ থেকে। তাঁরা পাশে থাকায় কৃতজ্ঞ আমি।’

সেমিফাইনালে শারাপোভার প্রতিদ্বন্দ্বী সিমোনা হালেপ। অপর সেমিফাইনালে খেলবেন এলিনা সভেতোলিনা ও অ্যানেত কোনাভেইত। অঘটনের রাতে ইউক্রেনের সভেতোলিনা ৬-৪, ৬-৪ গেমে হারিয়েছেন সাবেক নাম্বার ওয়ান অ্যাঞ্জেলিক কেরবারকে। আর র্যাংকিংয়ে দুইয়ে থাকা ক্যারোলিন ওজনিয়াকিকে ৬-৩, ৬-১ গেমে হারিয়েছেন এস্তোনিয়ার কোনাভেইত। ইএসপিএনমন্তব্য