kalerkantho

মঙ্গলবার। ১৮ জুন ২০১৯। ৪ আষাঢ় ১৪২৬। ১৪ শাওয়াল ১৪৪০

বেঙ্গালুরুর কোচ কারস্টেন

৩ জানুয়ারি, ২০১৮ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেগ্যারি কারস্টেনকে পরামর্শক হিসেবে চায় বিসিবি। এই দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি মাশরাফি-সাকিবদের দায়িত্ব নেবেন কি না, নিশ্চিত নয় এখনো। তবে গতকাল আইপিএলে বিরাট কোহলির দল বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সের ব্যাটিং কোচের দায়িত্ব নিলেন তিনি। আইপিএল কারস্টেনের কাছে নতুন কোনো মঞ্চ নয়। এর আগে কোচ ছিলেন দিল্লি ডেয়ারডেভিলসের। ভারত আর দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের কোচও ছিলেন ১০১ টেস্ট ও ১৮৫ ওয়ানডে খেলা কারস্টেন। এবার আইপিএলে সাফল্যের চ্যালেঞ্জ নিয়ে যোগ দিলেন কোহলি, গেইল, ডি ভিলিয়ার্সদের মতো তারায় ঠাসা দল বেঙ্গালুরুতে।

তাঁর সঙ্গে বোলিং কোচ হিসেবে গতকাল আশিস নেহরার নাম ঘোষণা করেছে বেঙ্গালুরু। অবসর নেওয়ার পর থেকে কোচ হওয়ার গুঞ্জন ছিল নেহরাকে ঘিরে। আইপিএলে নিজের পুরনো দল দিয়ে যাত্রা শুরু হচ্ছে তাঁর। প্রধান কোচ হিসেবে যথারীতি রয়েছেন ড্যানিয়েল ভেট্টরি। আগামী ২৭ ও ২৮ জানুয়ারি হতে যাওয়া আইপিএলের নতুন নিলামে কারস্টেন, নেহরা, ভেট্টরিরা মিলে চেষ্টা করবেন সম্ভাব্য সেরা দলটা গড়ার। এমন তারকা সমৃদ্ধ দল নিয়ে শিরোপা জিততে না পারার ব্যর্থতাও কাটাতে হবে তাঁদের। পিটিআই

মন্তব্যসাতদিনের সেরা