kalerkantho

বৃহস্পতিবার । ২৩ মে ২০১৯। ৯ জ্যৈষ্ঠ ১৪২৬। ১৭ রমজান ১৪৪০

সংক্ষিপ্ত

শেষ ষোলোর ড্র

১১ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেউয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ড্র আজ। নিওনে উয়েফার সদর দপ্তরে লেখা হবে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ৮ গ্রুপ চ্যাম্পিয়ন ও ৮ গ্রুপ রানার্স-আপের ভাগ্য। ৮ গ্রুপ চ্যাম্পিয়ন থাকবে ‘বাছাই’ পর্বে, অন্য পর্বে থাকবে ৮ গ্রুপ রানার্স-আপ। ড্রয়ের নিয়ম অনুযায়ী শেষ ষোলোতে কোনো দল একই গ্রুপের এবং নিজ ফুটবল অ্যাসোসিয়েশনের কোনো প্রতিপক্ষের সঙ্গে খেলতে পারবে না। বাছাই দল ফেব্রুয়ারির ১৩ ও ১৪ এবং ২০ ও ২১ তারিখে প্রথমে খেলবে প্রতিপক্ষের মাঠে। ফিরতি লেগে মার্চের ৬ ও ৭ এবং ১৩ ও ১৪ তারিখে গ্রুপ চ্যাম্পিয়নরা খেলবে নিজ মাঠে। ইংল্যান্ড থেকে এবার চ্যাম্পিয়নস লিগে খেলেছে ৫টি ক্লাব, সবগুলোই জায়গা করে নিয়েছে নক আউটে, যার ভেতর ৪টি দলই গ্রুপ চ্যাম্পিয়ন। রানার্স-আপ হয়ে ওঠা চেলসির তাই নিয়ম অনুযায়ী পিএসজি, বার্সেলোনা অথবা বেসিকতাস, এই তিনের কারো সঙ্গেই খেলতে হবে। বার্সেলোনার সঙ্গে দেখা হতে পারে চেলসি, বাসেল, বায়ার্ন, পোর্তে কিংবা শাখতারের যে কারো। রানার্স-আপ হয়ে ওঠায় বার্সেলোনা বাদে আর ৭ গ্রুপ চ্যাম্পিয়নের যে কেউই হতে পারে রিয়ালের প্রতিপক্ষ। উয়েফা

মন্তব্য