kalerkantho

বৃহস্পতিবার । ২০ জুন ২০১৯। ৬ আষাঢ় ১৪২৬। ১৬ শাওয়াল ১৪৪০

শেষ দুটো জায়গার লড়াই আজ

১৫ নভেম্বর, ২০১৭ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনিউজিল্যান্ডের বিপক্ষে পেরু ফেভারিট, হন্ডুরাসের বিপক্ষে অস্ট্রেলিয়াও। তবে ইন্টার-কনফেডারেশনস প্লে অফের প্রথম লেগে জিততে পারেনি কোনো দলই। ওয়েলিংটন এবং স্যান পেদ্রো সোলাতেও গোলশূন্য ড্র। তবে আজ নিজেদের মাঠে জয় নিয়ে বিশ্বকাপে পা রাখতে মুখিয়ে পেরু, অস্ট্রেলিয়া—দুই দলই। প্রতিপক্ষের মাঠে হলেও র‌্যাংকিংয়ে ১১২ ধাপ পিছিয়ে থাকা নিউজিল্যান্ডের সঙ্গে পেরুর ড্রটা ছিল হতাশার। সেই হতাশা কাটিয়ে লিমায় জয়ের জন্যই নামছে রিকার্দো গার্সিয়ার দল।

মন্তব্যসাতদিনের সেরা