kalerkantho

বুধবার । ২৬ জুন ২০১৯। ১২ আষাঢ় ১৪২৬। ২৩ শাওয়াল ১৪৪০

সংক্ষিপ্ত

তবু পদত্যাগ করেননি ভেনচুরা

১৫ নভেম্বর, ২০১৭ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেগত ইউরোর আগে ইতালির দলটিকে বলা হচ্ছিল ইতিহাসের সবচেয়ে বাজে। ট্যাকটিক্যাল মাস্টার ক্লাসে সেই দলটিকে নিয়েই চমক দেখিয়েছিলেন আন্তোনিও কোন্তে। শেষ ষোলোতে স্পেনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে হারে তারা টাইব্রেকারে। বছর দেড়েকের ব্যবধানে প্রায় একই খেলোয়াড়দের নিয়ে গড়া ইতালিকে কিনা বিশ্বকাপে তুলতে ব্যর্থ জিয়ান পিয়েরো ভেনচুরা! গ্রুপে স্পেনের বিপক্ষে নিজেদের মাঠে জিততে না পারা এবং তাদের মাঠে ৩-০ গোলের হারেই ভেনচুরার টেকটিক্যাল সামর্থ্য জানা হয়ে গিয়েছিল। সান্তিয়াগো বার্নাব্যুতে তাঁর ৪-২-৪ ফরমেশন ছিল স্রেফ আত্মঘাতী। দেখা গেল সেখান থেকে ঘুরেও দাঁড়াতে পারছেন না তিনি। নিজেদের মাঠেই পরের ম্যাচে মেসিডোনিয়ার সঙ্গে ড্র। প্লে অফে সুইডেনের মাঠে হেরে আসার পরই তো বলাবলি হচ্ছিল দ্বিতীয় লেগে তিনি উতরে গেলেও চাকরি বাঁচাতে পারবেন না। সেই ইতালি হেরেই গেল, সর্বনাশের চূড়ান্ত হলো বিশ্বকাপে জায়গা না পেয়ে। তবু ভেনচুরা কি নিজের দায়টা বুঝতে পারছেন? পরশু ম্যাচের পর সংবাদ সম্মেলনে অবধারিতভাবে যখন পদত্যাপের কথা উঠল, তখনো যেন নির্লিপ্ত তাঁর গলা, ‘না আমি এখনো পদত্যাগ করিনি। এ নিয়ে আগে সভাপতির সঙ্গে কথা বলতে হবে।’ বিবিসি।

মন্তব্যসাতদিনের সেরা