<p>বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।</p> <p>প্রথমে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের পরিকল্পনা থাকলেও, গতকাল রাতে দুবাইয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মোহসিন নাকভি এবং বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমূল আবেদীনের মধ্যে বৈঠকের পর তিন ম্যাচের সিরিজে খেলার ব্যাপারে চূড়ান্ত হয়। </p> <p>সবগুলো ম্যাচই লাহোরে হওয়ার কথা থাকলেও সিরিজের সূচি এখনো চূড়ান্ত হয়নি। লাহোরে ২৫ মে পিএসএলের ফাইনাল। এরপর হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজটি।</p> <p>বাংলাদেশ দল বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে। শুরুতে এই সিরিজ দুই ম্যাচের হওয়ার কথা থাকলেও পরে এক ম্যাচে বেড়ে সিরিজটি তিন ম্যাচের করা হয়। </p>