<p>চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে আজ রাতে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। উড়াল দেওয়ার আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় দলের সহ-অধিনায়কের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মেহেদি হাসান মিরাজকে সহ-অধিনায়ক করেছে বিসিবি।</p> <p>পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া ‘হাইব্রিড মডেলের’ টুর্নামেন্টে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে সহায়তা করবেন মিরাজ। বাংলাদেশি অলরাউন্ডারের অবশ্য নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরেই যেমন বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন ২৭ বছর বয়সী অলরাউন্ডার। সেই সফরে চোটের কারণে নিয়মিত অধিনায়ক শান্ত স্কোয়াডে ছিলেন না। সব মিলিয়ে ১০৩ ওয়ানডে খেলার মিরাজ ৪ ম্যাচে অধিনায়কত্ব করেছেন।</p> <p>আজ রাতে দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন মুশফিকুর রহিম-তাওহিদ হৃদয়রা। চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে। গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচ ২৪ ও ২৭ ফেব্রুয়ারি। শেষ ম্যাচে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে নামার আগে দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ। আর আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু হবে।</p>