<p>সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে মুখোমুখি দ্বিতীয় বলেই আউট হয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। তবে রিভিউ নিয়ে রোমারিও শেফার্ডের বলে হওয়া এলবিডাব্লিউ থেকে বেঁচে যান বাংলাদেশের অধিনায়ক। পরে আরও দুইবার জীবন পেয়েছেন তিনি।</p> <p>ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার কেসি কার্টির হাতে ১ ও ৩১ রানের সময় ক্যাচ তুলে দিয়ে। ভাগ্যের ছোঁয়া পেয়ে পরে তানজিদ হাসান তামিমকে দুর্দান্ত সঙ্গ দেন মিরাজ। দুজনে মিলে তৃতীয় উইকেটে ৭৯ রানের জুটি গড়ে দলের স্কোর বড় করতে অবদান রাখেন। কিন্তু ৬০ রানে তানজিদ তামিম আউট হলে তাদের দুর্দান্ত জুটিটা ভেঙে যায়।</p> <p>ড্রেসিংরুমে ফেরার আগে ওপেনিংয়ে দুর্দান্ত ৬০ রানের ইনিংস খেলেন তানজিদ তামিম। ১০০.০০ স্ট্রাইক রেটের ইনিংসটি সাজান ৬ চার ও ৩ ছক্কায়। সঙ্গীকে হারালেও সামনে থেকেই নেতৃত্ব দিচ্ছেন অধিনায়ক মিরাজ। জীবন পেয়ে ফিফটি তুলে নিয়েছেন তিনি। </p> <p>ক্যারিয়ারের পঞ্চম ফিফটির ৫০ রানের ইনিংসটি ৪ চার ও ১ ছক্কায় সাজিয়েছেন মিরাজ। তাকে সঙ্গ দিচ্ছেন ১২ রান করা আফিফ। দুজনের চতুর্থ উইকেটের জুটি দাঁড়িয়েছে ২৫ রানের। প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৭ ওভারে ৩ উইকেটে ১৫০ রান।</p>