<p>বছরের শুরুতেই পৃথিবীর মায়া ত্যাগ করেছেন ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। জানুয়ারিতে ৭৮ বছর বয়সে পৃথিবী থেকে ছুটি নেওয়া জার্মান কিংবদন্তির জার্সি নম্বরকে আজ ছুটি দিয়েছে বায়ার্ন মিউনিখ। সাবেক ডিফেন্ডারকে শ্রদ্ধা জানিয়েই তার ৫ নম্বর জার্সিকে অবসরে পাঠিয়েছে বাভারিয়ানরা।</p> <p>বেকেনবাওয়ারের জার্সি নম্বরকে অবসরে পাঠানোর বিষয়টি আজ নিশ্চিত করেছে বায়ার্ন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বিবৃতি দিয়ে লিখেছে, ‘চিরদিনের জন্য আমাদের কাইজার। ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের স্মৃতি জড়িত ৫ নম্বর জার্সিকে অবসরে পাঠাল বায়ার্ন।’</p> <p><iframe frameborder="0" height="466" sandbox="allow-scripts allow-same-origin" scrolling="no" src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Ffcbayern.en%2Fposts%2F1281733053310469&width=500&show_text=true&height=466&appId" style="border:none;overflow:hidden" width="500"></iframe></p> <p>মিডফিল্ডার হিসেবে ক্যারিয়ার শুরু করলেও ডিফেন্ডার হিসেবে বিখ্যাত হন বেকেনবাওয়ার। রক্ষণভাগ সামলানোর দায়িত্ব পেয়ে নতুন এক ধারণার জন্ম দেন জার্মানির সাবেক অধিনায়ক। ফুটবলে সুইপার বা লিবেরোর ধারণা প্রতিষ্ঠিত করেন তিনি। মাঠের পারফরম্যান্স ও ব্যক্তিত্বের কারণে সমর্থকদের হৃদয়ে ‘ডের কাইজার বা সম্রাট’ নামে জায়গা করে নিয়েছেন।</p> <p>১৯৬৪ সালে পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু করা বেকেনবাওয়ার ক্যারিয়ারে অসংখ্য পুরস্কার জিতেছেন। অধিনায়ক ও কোচ হিসেবে বিশ্বের প্রথম ফুটবলার যিনি বিশ্বকাপ জিতেছেন। তার অধীনে ১৯৭২ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও ১৯৭৪ সালে বিশ্বকাপ জেতে জার্মানি। আর কোচ হিসেবে ১৯৯০ সালে জার্মানিকে বিশ্বকাপ জেতান তিনি। পরে তার সেই কীর্তিতে ভাগ বসিয়েছেন ফ্রান্সের দিদিয়ের দেশম। </p> <p>অন্যদিকে বায়ার্নের হয়ে দুই মেয়াদে কোচিং করিয়ে সত্তরের দশকে টানা তিনটি ইউরোপিয়ান শিরোপা (বর্তমানে চ্যাম্পিয়নস লিগ) জেতান। সঙ্গে ৪টি বুন্দেসলিগা জয়েও অবদান রাখেন তিনি। জার্মান ফুটবলের অন্যতম সেরা ফুটবলার বায়ার্নের সভাপতির দায়িত্বও পালন করেন।</p>