<p>আসামের গুয়াহাটিতে খেলা চালাতে গিয়েছিলেন। ৮ ডিসেম্বর দেশে ফিরে ঢাকায় হতে যাওয়া ইউনেক্স সানরাইজ ইন্টারন্যাশনাল সিরিজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ার কথা তার। কিন্তু গুয়াহাটি থেকে আজ হঠাৎই এলো ব্যাডমিন্টনের আন্তর্জাতিক আম্পায়ার রাসেল নাজিব ইসমাইলের মৃত্যুর খবর। গুয়াহাটি মাস্টার্সের খেলা চালাতে তার মাঠে যাওয়ার কথা। সেখানে তাকে না পেয়ে হোটেলে খোঁজ নিতে গেলে নিজ কক্ষে বাংলাদেশি এই আম্পায়ারকে মৃত অবস্থায় পাওয়া যায়।<br />  <br /> বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সদস্য অহিদুজ্জামান রাজু বলেন, ‘এর মধ্যেই তার মরদেহ দেশে আনার সব ব্যবস্থা নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, হার্ট অ্যাটাকে উনার মৃত্যু হয়েছে।’ রাসেল নিজেও বর্তমান কমিটিতে সদস্য হিসেবে ছিলেন।</p> <p>ফেডারেশনের বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক তারকা খেলোয়াড় কামরুন নাহার ডানার রাসেলের মৃত্যুতে গভীর শোক জানান, ‘এমন মৃত্যু মানা যায় না। ওকে ছাড়া আন্তর্জাতিক আসর আমরা কিভাবে চালাব জানি না।’ আন্তর্জাতিক আম্পায়ার হিসেবে দেশে-বিদেশে খ্যাতি কুড়িয়েছিলেন রাসেল। মাত্র ৫০ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি।</p>