<p>অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে শিরোপা ধরে রাখার লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশ সময় বেলা ১১টায়  শুরু হবে ম্যাচটি। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি স্পোর্টস নেটওয়ার্ক, সনি টেন ৩ এবং সনি টেন ৫ চ্যানেলে।</p> <p>অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সবচেয়ে সফল দল ভারত। ১০টি টুর্নামেন্টের মধ্যে ৭ বার চ্যাম্পিয়ন হয়েছে তারা। এবং একবার পাকিস্তানের সঙ্গে শিরোপা ভাগাভাগি করেছে। অপরদিকে, বাংলাদেশ একবার যুব এশিয়া কাপ জিতেছে এবং গত চার টুর্নামেন্টে এবার তৃতীয়বার ফাইনালে উঠেছে। ২০১৯ সালে রানার্সআপ, ২০২৩ সালে চ্যাম্পিয়ন এবং আগামীকাল তাদের চ্যালেঞ্জ ভারতের বিপক্ষে।</p> <p>গ্রুপ পর্বে দুই দলই রানার্সআপ হয়ে সেমিফাইনাল নিশ্চিত করে। সেমিতে বাংলাদেশ পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে, একই ব্যবধানে শ্রীলঙ্কাকে হারিয়েছে ভারত। সব মিলিয়ে, আগামীকাল দারুণ একটি লড়াইয়ের আভাসই দিচ্ছে বাংলাদেশ ও ভারতের যুব দল।</p>