<p>গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামের মাঠে প্রিমিয়ার লিগ ফুটবলের ম্যাচ দেখা চোখের জন্যই পীড়াদায়ক। এবড়োখোবড়ো, ন্যাড়া মাঠ। মাঝখানে ক্রিকেট পিচ পরিষ্কার দেখা যায়। বিভিন্ন স্থানে ফেলা আলগা মাটি আর বালুতে পা পিছলে পড়া দেখেই বোঝা যাচ্ছিল এ মাঠ ফুটবলের জন্য উপযোগী হয়নি।</p> <p>ঢাকা ওয়ান্ডারার্সের বিপক্ষে গতকাল এমন মাঠেই অবশ্য দাপট দেখাতে সমস্যা হয়নি মোহামেডানের। তবে আজ বিদেশিহীন আবাহনীকে যথেষ্ট ঘাম ঝরাতে হয়েছে ফকিরেরপুল ইয়াংমেন্সকে হারাতে। শেষ পর্যন্ত ২-০ গোলের কষ্টার্জিত জয় নিয়ে লিগ শুরু করেছে তারা। ইয়াংমেন্স শুরু থেকে এদিন আবাহনীর সঙ্গে পালা দিয়ে খেলছিল। গোছানো ফুটবলে আক্রমণের চেষ্টা চালিয়েছে তারা। তবে গোলের সুযোগ করতে পারেনি। তাতে প্রথমার্ধ থাকে গোলশূন্য।</p> <p>এনামুল গাজী, মোহাম্মদ ইব্রাহিম ও জাফর ইকবালকে নিয়ে ছিল আবাহনীর ফরোয়ার্ড লাইন। নিচ থেকে কামরুল ইসলামের বাড়ানো বল ধরে ৭১ মিনিটে আবাহনীকে প্রথম এগিয়ে দিয়েছেন এনামুল। খেলা শেষ হওয়ার একটু বক্সের ভেতর ইব্রাহিম ফাউলের শিকার হলে, পেনাল্টি থেকে দ্বিতীয় গোলটি করেছেন জাফর ইকবাল। দিনের অন্য ম্যাচে ফর্টিসকে ৩-১ গোলে হারিয়েছে রহমতগঞ্জ।</p>