<p>ভিনিসিয়ুস জুনিয়রকে বর্ণবাদী গালি দেওয়ায় এক দর্শককে মাঠে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এই সময়ের মধ্যে অফিশিয়াল কোনো ফুটবল ম্যাচে ঢুকতে পারবেন না ওই দর্শক। নিষিদ্ধ করার পাশাপাশি তাকে জরিমানাও করা হয়েছে। তবে জরিমানার পরিমাণ জানা যায়নি।</p> <p>শুক্রবার এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানায়, গালি দেওয়ার ঘটনায় ওই দর্শক নিজের ভুল স্বীকার করে লিখিতভাবে ক্ষমাও চেয়েছেন এবং প্রসিকিউটর অফিসের দেওয়া সাজা মেনে নিয়েছেন।</p> <p>লা লিগার ম্যাচে গত ১৮ ফেব্রুয়ারি রায়ো ভায়োকানোর মাঠে ভিনিসিয়ুসের প্রতি বর্ণবাদী আচরণের দায়ে ওই দর্শককে চিহ্নিত করা হয়েছিল। ‘মাইনর’ হওয়ায় তার সঙ্গে কোর্টের বাইরেই ফয়সালা করে নেওয়া হয়।</p> <p>রিয়াল মাদ্রিদ বিবৃতিতে আরো জানায়, তাদের ফুটবলারের প্রতি বর্ণবাদী আচরণের দায়ে গত জুন থেকে এ পর্যন্ত চারজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো।</p>