<p>পাকিস্তানকে কী দুর্দান্তভাবেই না ম্যাচে ফেরালেন সাজিদ খান। বেন ডাকেটের সেঞ্চুরিতে যখন ইংল্যান্ড মুলতান টেস্টের দ্বিতীয় দিন চালকের আসনে থেকে শেষ করার স্বপ্নে বিভোর ছিল তখনই ধাক্কা দিলেন এই অফস্পিনার।</p> <p>শেষ বিকালে দুর্দান্ত ছন্দে থাকা ইংল্যান্ড ১৮ বলে ৪ উইকেট হারিয়ে ব্যাটিং ধসে পরিণত হয়। এর মধ্যে ৩ উইকেট নিয়েছেন সাজিদ। টেস্টের দ্বিতীয় দিনে নিজের অফ স্পিনের ঘূর্ণি দেখাতে শুরু করেন তিনি। অথচ, ডাকেটের দুর্দান্ত ব্যাটিংয়ে একটা সময় ইংল্যান্ডের রান ২ উইকেটে ২১০ রান ছিল। সেই স্কোর পরে দাঁড়ায় ৬ উইকেটে ২২৫ রান। দিন শেষে ৪ উইকেট নেওয়া সাজিদ এ সময় ফেরান ডাকেট, জো রুট ও হ্যারি ব্রুককে। তারও আগে ডাকেটের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৫২ রানের জুটি গড়া ওলি পোপকে ফেরান তিনি। ইংল্যান্ডের বাকি ২ উইকেট নিয়েছেন আরেক স্পিনার নোমান আলি।</p> <p>নিজেদের প্রথম ইনিংসের শুরুটা দুর্দান্ত করেছিল ইংল্যান্ড। আক্রমণাত্মক ব্যাটিংয়ের পসরা সাজিয়ে ১২.১ ওভারে উদ্বোধনী জুটিতে ৭৩ রান তুলেছিলেন জ্যাক ক্রলি ও ডাকেট। ২৭ রানে ক্রলি আউট হলে পোপের সঙ্গে আরেকটি পঞ্চাশোর্ধ্ব জুটি গড়েন ডাকেট। ২৯ রানে পোপ আউট হলে বাঁহাতি ওপেনারকে সঙ্গ দেন প্রথম টেস্টে ডাবল সেঞ্চুরি করা জো রুট। তৃতীয় উইকেটে ৮৬ রানের জুটি গড়লেও ব্যক্তিগত ৩৪ রানের বেশি করতে পারেননি টেস্টে ইংল্যান্ডের সর্বোচ্চ রানের মালিক।</p> <p>রুটের বিদায়ের পরেই ইংল্যান্ডের ব্যাটিং ধস শুরু। ১৪ রানে ৪ উইকেট হারিয়ে বসে কোচ ব্রেন্ডন ম্যাককালামের দল। সবশেষ ম্যাচে ট্রিপল সেঞ্চুরি করা হ্যারি ব্রুক আজ করেন মাত্র ৯ রান। অন্যদিকে চোট কাটিয়ে টেস্টে ফেরা ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস করেন ১ রান। আর প্রথম টেস্টে সেঞ্চুরির আশা জাগিয়েও করতে না পারা ডাকেট আজ সেই আক্ষেপ ঘুচিয়েছেন। সবশেষ টেস্টে ৮৪ রান করা ডাকেট আজ ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নিয়েছেন। ওয়ানডে স্টাইলে ব্যাটিং করে ১২৯ বলে ১১৪ রানে আউট হন তিনি। ইনিংসটি সাজান ১৬ চারে।</p> <p>দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৬ উইকেটে ২৩৯ রান। প্রতিপক্ষের থেকে এখনো ১২৭ রানে পিছিয়ে সফরকারিরা। আগামীকাল তৃতীয় দিন সেই লক্ষ্য ঘুচানোর কাজে নামবেন দুই অপরাজিত ব্যাটার জেমি স্মিথ (১২) ও ব্রাইডন কার্স (২)। এর আগে ৫ উইকেটে ২৫৯ রান নিয়ে দিন শুরু করেছিল পাকিস্তান। বাকি ৫ উইকেট আজ খুব বেশি রান যোগ করতে পারেনি তারা। দলীয় খাতায় ১০৭ রান যোগ করেছে তারা। সব মিলিয়ে প্রথম ইনিংসে ৩৬৬ রানে অলআউট হয়েছে পাকিস্তান। এর মধ্যে ১১৮ রান করেছেন অভিষেকে সেঞ্চুরি হাঁকানো কামরান গুলাম। ৪ উইকেট নিয়ে ইংল্যান্ডের সেরা বোলার বাঁহাতি স্পিনার জ্যাক লিচ।</p>