<p>বসুন্ধরা কিংস বনাম মোহামেডানের মধ্যকার চ্যালেঞ্জ কাপের ম্যাচ দিয়ে শুক্রবার শুরু হওয়ার কথা ছিল ঘরোয়া ফুটবল মৌসুম, কিন্তু লিগ কমিটি গতকাল জরুরি সভায় বসে পিছিয়ে দিয়েছে সেটি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী নভেম্বরের শেষে মাঠে নামবে দলগুলো।</p> <p>‘খেলা চালানোর জন্য যে ভেন্যুগুলো আমরা নির্ধারণ করেছিলাম সেগুলোর বেশ কয়েকটি এখনো প্রস্তুত হয়নি। ক্লাবগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তাই নভেম্বরের শেষে মৌসুম শুরুর সিদ্ধান্ত হয়েছে।’ </p> <p>জানিয়েছেন পেশাদার লিগ ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান। এই সময়ের মধ্যে বসুন্ধরা কিংসে এএফসি চ্যালেঞ্জ লিগ, বাফুফে নির্বাচন এবং জাতীয় দলের সূচিও রয়েছে। লিগ শুরু হলেও তাই বিঘ্ন ঘটতে পারত। সেই চিন্তা থেকেই নভেম্বরের শেষে পিছিয়ে দেওয়া হয়েছে মৌসুমের শুরু।</p>