<p>গোয়ালিয়রে আগামীকাল বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি ম্যাচে নিরাপত্তা নিশ্চিত করতে ২৫০০-এর বেশি পুলিশ মোতায়েন করা হবে। হিন্দু মহাসভাসহ কয়েকটি কট্টরপন্থী সংগঠনের বিক্ষোভের জেরে এমন অবস্থান গ্রহণ করেছে প্রশাসন। </p> <p>পুলিশ মোতায়েনের বিষয়টি পুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তা বার্তা সংস্থা পিটিআইকে নিশ্চিত করেছেন।</p> <p>এর আগে ৬ অক্টোবরের ম্যাচটি ঘিরে গোয়ালিয়রে বিক্ষোভ মিছিল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে উসকানিমূলক প্রচারণায় নিষেধাজ্ঞা জারি করছিল স্থানীয় জেলা ম্যাজিস্ট্রেট।</p> <p><img alt="ছবি: মীর ফরিদ" height="600" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/online/2024/10/05/my1198/ুা্রবিআক.jpg" width="1000" /></p> <p>নিরাপত্তা নিয়ে গোয়ালিয়র পুলিশের এক কর্মকর্তা বলেছিলেন, ‘আমরা গাছের একটা পাতাও নড়তে দেব না। এ ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন।’</p> <p>আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা-নির্যাতনের অভিযোগ এনে ম্যাচটি বাতিলের দাবি তোলে ভারতের কট্টরপন্থী কিছু সংগঠন। এমনকি ম্যাচ আয়োজনে বাধা দিতে হিন্দু মহাসভা ‘গোয়ালিয়র বন্‌ধ্‌’-এর ডাকও দিয়েছিল।<br />  <br /> আগামীকাল রবিবার (৬ অক্টোবর) বাংলাদেশ-ভারতের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এবারই প্রথম গোয়ালিয়রের শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামটিতে আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। সিরিজের বাকি দুই ম্যাচ দিল্লি ও হায়দরাবাদে।</p>