<p>দক্ষিণ আফ্রিকা দলের সঙ্গে ১৬ অক্টোবর বাংলাদেশে আসার কথা ছিল নান্দ্রে বার্গারের। কিন্তু সেটা আর হচ্ছে না। চোট তাকে সতীর্থদের সঙ্গে দুই টেস্টের সিরিজ খেলতে আসতে দিচ্ছে না।</p> <p>দল থেকে বার্গারের ছিটকে যাওয়ার বিষয়টি আজ নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (সিএসএ)। অর্থাৎ, সফরে আসার আগেই দুঃসংবাদ প্রোটিয়া শিবিরে। তার ছিটকে যাওয়ার বিষয়ে সিএসএ জানায়, মেরুদণ্ডের নিজের অংশে চোট পায় বার্গার। তাকে চিকিৎসার জন্য দেশে পাঠানো হবে।</p> <p>বর্তমানে আয়াল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আবুধাবিতে আছেন বার্গার। সেখানেই অনুশীলনের সময় পিঠে ব্যথা অনুভব করেন তিনি। এরপর পরীক্ষা-নিরীক্ষায় তার চোট ধরা পড়ে। তার বদলে চলমান সিরিজে কাউকে নেওয়া হবে কিনা তা নিশ্চিত করেনি দক্ষিণ আফ্রিকা। আর বাঁহাতি পেসারের বদলে বাংলাদেশ সফরে পেস ইউনিটে কাগিসো রাবাদা, ড্যান প্যাটারসন ও উইয়ান মুল্ডারের সঙ্গী কে হবেন তা পরে জানাবে।</p> <p>দুই টেস্টের টেস্ট সিরিজ আগামী ২১ অক্টোবর শুরু হবে মিরপুরে। প্রথম টেস্ট শেষে দ্বিতীয়টি খেলতে চট্টগ্রামে যাবে দুই দল। বন্দর নগরীতে শেষ টেস্ট শুরু হবে ২৯ অক্টোবর।</p>