<p>হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন কিংবদন্তি আব্দুল কাদিরের পুত্র উসমান কাদির। মাত্র ৩১ বছর বয়সেই পাকিস্তানের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আজ নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে অবসরের ঘোষণা দেন উসমান।</p> <p>অবসরের নিয়ে উসমান লিখেছেন, ‘পাকিস্তান ক্রিকেট থেকে আজ অবসরের ঘোষণা দিচ্ছি। অবিশ্বাস্য যাত্রাপথের জন্য অন্তরের অন্তস্তল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। দেশের হয়ে প্রতিনিধিত্ব করা সম্মানের ছিল। আমার প্রতিটি পদক্ষেপে সমর্থন দেওয়ার জন্য কোচ এবং সতীর্থদের কাছে চিরকৃতজ্ঞ।’</p> <p>আজ থেকে ৫ মাস আগে ক্রিকেটারদের চোট অব্যবস্থাপনা নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) কাঠগড়ায় তুলেছিলেন উসমান। সর্বশেষ ২০২৩ সালে বাংলাদেশের বিপক্ষে খেলা লেগস্পিনার এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকেই অবসর নিলেন।</p> <p>লেগস্পিনের জাদুকর বলা হয় কাদিরকে। পাকিস্তান কিংবদন্তির মতো নাম-ডাক করতে না পারলেও বাবার পথেই হেঁটেছেন উসমান। বাবার মতোই লেগস্পিনার তিনি। তবে দেশের হয়ে আলো ছড়াতে পারলেন না তিনি। ১ ওয়ানডে এবং ২৫ টি-টোয়েন্টি মিলিয়ে ৩২ ‍উইকেটে তার ক্যারিয়ার থেমে থাকল।</p> <p><iframe align="middle" frameborder="0" height="850" sandbox="allow-scripts allow-same-origin" scrolling="yes" src="https://twitframe.com/show?url=https://Twitter.com/Qadircricketer/status/1841733631242289438" width="800"></iframe></p> <p>নতুন অধ্যায় শুরু করার কথা জানালে সেটা কী, তা নির্দিষ্ট করে জানাননি উসমান। তিনি বলেছেন, ‘যখন এই নতুন যাত্রায় পা রাখছি তখন আমার বাবার লিগ্যাসি বয়ে নিয়ে যাব। ক্রিকেটের প্রতি ভালোবাসা এবং তিনি যে শিক্ষা দিয়েছেন তা স্মরণে থাকবে। পাকিস্তান ক্রিকেটের স্পিরিট এবং একসঙ্গে তৈরি করা স্মৃতিগুলো অমলিন থাকবে।’</p> <p>নতুন অধ্যায় সম্পর্কে উসমান না জানালেও পাকিস্তানের সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, অন্য দেশের হয়ে প্রতিনিধিত্ব করার আকাঙ্ক্ষা থেকেই অবসর নিয়েছেন তিনি। সঙ্গে সংবাদমাধ্যমটি এমনটিও জানিয়েছে যে এনওসি নিয়ে পিসিবির গড়িমসি করা নিয়ে অসন্তুষ্ট ছিলেন উসমান। যার কারণে পাকিস্তানের হয়ে আর না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।</p>