<p>বেরসিক বৃষ্টির ধাক্কায় কানপুর টেস্ট ড্রয়ের পথেই ছিল। তবে ভারত প্রাকৃতিক দুর্যোগের চাপিয়ে দেওয়া ফল মেনে নিতে রাজি ছিল না। তাই তো বৃষ্টিতে আড়াই দিনের বেশি সময় নষ্ট হওয়ার পরও তারা দ্বিতীয় টেস্টে ৭ উইকেটের জয় পেয়েছে।</p> <p>টেস্টের চতুর্থ দিনের আগ্রাসী ব্যাটিংই ভারতকে এমন ফল এনে দিয়েছে। তবে বাংলাদেশের সামনে সুযোগ ছিল ম্যাচ ড্র করার; শেষ দিন ধৈর্যর পরীক্ষা দিয়ে। কিন্তু বাংলাদেশের ব্যাটাররা ধৈর্যর পথ বেছে না নিয়ে উল্টো ‘জীবন‘ দিয়ে নিজেদের সর্বনাশ করেছে। অযথা কিছু শট খেলে আউট হয়েছে। নাজমুল হোসেন শান্ত-সাদমান ইসলামদের ব্যাটিং নিয়ে তাই হতাশ হয়েছেন সুনীল গাভাস্কার। ভারতীয় কিংবদন্তির মতে, বাংলাদেশ আসলে ভুলেই গিয়েছিল ম্যাচটি টেস্ট ছিল।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ভারতের বিপক্ষে হারকে কষ্টের বলছেন হাতুরাসিংহে" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/01/1727782694-59019078e7cb064d588d112f2e656a9c.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ভারতের বিপক্ষে হারকে কষ্টের বলছেন হাতুরাসিংহে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/10/01/1430780" target="_blank"> </a></div> </div> <h1> </h1> <p>বাংলাদেশের ব্যাটিং নিয়ে গাভাস্কার বলেছেন, ‘আমার মনে হয় সম্ভবত তারা ভুলেই গিয়েছিল এটা টেস্ট ম্যাচ। অনেক দিনের খেলা। তবে খেলাটা শেষ দিনের ছিল। আমরা শান্তর ব্যাটে বেশ কিছু শট দেখেছি, যখন ব্যাটে আসছিল তা দেখতে দুর্দান্ত লাগছিল। যখন ব্যাটে আসছিল না তখন তোমাকে চিন্তা করতে হবে, তুমি কী করার চেষ্টা করছ?’</p> <p>দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে একমাত্র ফিফটি হাঁকানো ব্যাটার সাদমান হলেও তার আউট নিয়ে সমালোচনা করেছেন গাভাস্কার। ভারতের সাবেক অধিনায়ক বলেছেন, ‘ফিফটির পর অফ স্ট্যাম্পের বাইরের এক বলে আলগা শট খেলে আউট হন সাদমান। কিন্তু তার দরকার ছিল এই ভিত্তির ওপর দাঁড়িয়ে সেঞ্চুরি করা।’</p>