<p>বোর্ডার-গাভাস্কার ট্রফির টেস্ট সিরিজ শুরু হবে ২২ নভেম্বর থেকে। ভারতের বিপক্ষে ৫ ম্যাচের এই টেস্ট সিরিজ নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন অজি স্পিনার নাথান লায়ন। </p> <p>লায়ন বলেন, ‘আমরা বর্ডার-গাভাস্কার ট্রফি জিতেছি দশ বছর হয়ে গেছে। ইংল্যান্ডের বিপক্ষে যখন খেলেছে, তখন থেকেইভারত ওপর নজর রাখছি। আমার মাথায় বোর্ডার-গাভাস্কার ট্রফি ঘুরছে। আমি এই ট্রফি জিততে চাই।’</p> <p>‘আমার ভবিষ্যদ্বাণী অস্ট্রেলিয়া ৫-০ ব্যবধানে জিতবে।’ যোগ করেন লায়ন। </p> <p>প্রতি দুই বছর পর পর অনুষ্ঠিত হয় বোর্ডার-গাভাস্কার ট্রফি। শেষ বার অস্ট্রেলিয়া ২০১৪-১৫ মৌসুমে এই ট্রফি জিতেছিল। এর পর আর এই ট্রফিজিততে পারেনি তারা।</p> <p>টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা এখন অস্ট্রেলিয়ার দখলে। টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দুই আসরে ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি ভারত। লায়ন মনে করেন, অস্ট্রেলিয়া দলকে একটু আলাদা। তারা এখনও বিশ্বসেরা টেস্ট দল।</p>