<p>অবশেষে শ্রীলঙ্কায় জয়ের ধারা থামল বাংলাদেশ নারী ‘এ’ দলের। আজ চতুর্থ টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কা নারী ‘এ’ দলের কাছে ১৯ রানে হেরেছে রাবেয়া খানের দল। হারের মুখ দেখলেও এর আগে টানা তিন ম্যাচ জিতে আগেই সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ।</p> <p>কলম্বোয় আজ ১২৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১০৫ রানে অলআউট হয় বাংলাদেশ। জয়ের লক্ষ্যে নেমে আজ শুরুটাই ভালো হয়নি বাংলাদেশে। দলীয় ২১ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। চতুর্থ উইকেটে ৩৫ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা কিছুটা সামলান তাজ নাহার ও ওপেনার শামীমা সুলতানা।</p> <p>তবে দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করে শামীমা আউট হওয়ার পরেই আবারও নিয়মিত উইকেট হারাতে থাকে বাংলাদেশ। পরে নাহারের ১৫ ও স্বর্ণা আক্তারের ২৮ রান শুধু দলের পরাজয়ের ব্যবধানই কমান। বাংলাদেশকে ১০৫ রানে অলআউট করে দলকে ১৯ রানের জয় এনে দেওয়ার পথে ২টি করে উইকেট নেন শ্রীলঙ্কার চার বোলার।</p> <p>এর আগে ওয়ানডেসহ টানা ৪ ম্যাচ হারা শ্রীলঙ্কার শুরুটাও ভালো ছিল না। ৪০ রানে ৪ উইকেট হারিয়ে আজও দলীয় স্কোর ১০০ করতে পারবে কি না, শঙ্কা জেগেছিল। তবে ৫ নম্বরে নেমে দলের হাল ধরেন অধিনায়ক সাথিয়া সন্দিপানি। পিউমি ওয়াথশালার সঙ্গে ৪৭ রানের জুটি গড়ে দলে বড় স্কোরের ভিত গড়ে দেন সন্দিপানি। পিউমি ২৯ রানে আউট হওয়ার পর মালশা সেহনির (২১*) সঙ্গে অপরাজিত ৩৭ রানের জুটি গড়েন স্বাগতিক দলের অধিনায়ক। শ্রীলঙ্কার ১২৪ রানের ইনিংসে সন্দিপানির অবদান অপরাজিত ৪৬ রান। </p> <p>শ্রীলঙ্কা সফরের শেষ টি-টোয়েন্টি আগামী ১৯ সেপ্টেম্বর খেলবে বাংলাদেশ। সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপে অংশ নেওয়ার আগে এটাই শেষ সিরিজ বাংলাদেশের। তাই ম্যাচ ‘এ’ দলের হলেও জাতীয় দলের মোড়কে নিগার সুলতানা জ্যোতি-জাহানারা আলমদের শ্রীলঙ্কায় পাঠায় বিসিবি।</p>