<p>বোর্ড সভাপতি হিসেবে মনোনীত হওয়ার পর আজ পরিচালনা পর্ষদ নিয়ে পূর্বাচলে ‘শেখ হাসিনা স্টেডিয়াম’ পরিদর্শনে গেছেন ফারুক আহমেদ। </p> <p>বিসিবি সভাপতির সঙ্গে সেখানে ছিলেন বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজন, আকরাম খান, ইফতেখার আহমেদ মিঠু, কাজী ইনাম আহমেদ, নাজমুল আবেদিন ফাহিম, ফাহিম সিনহাসহ বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী। ঘুরে দেখার পর স্টেডিয়ামটির নাম পরিবর্তন নিয়ে এক প্রশ্নে ফারুক বলেছেন, ‘নাম পরিবর্তন বিষয়ে ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত হবে। আমার পরিচালনা পর্ষদ আছে। তাদের সঙ্গে বসে আলোচনা হবে।’</p> <p>নৌকার আদলে এই স্টেডিয়ামটি তৈরির পরিকল্পনা করা হয়েছিল। ‘দ্য বোট’ নামেও ডাকা হচ্ছিল স্টেডিয়ামটিকে। তবে এরই মধ্যে এটির নির্মাণকাজের দরপত্র বাতিল হয়েছে। স্টেডিয়ামের আকৃতি কী থাকবে, এমন প্রশ্নের জবাবে ফারুক বলেন, ‘মাঠ করতে নৌকা বা স্কয়ার শেপ লাগে না। মাঠ করতে লাগে ওভাল।’</p> <p>বিসিবি সভাপতি হিসেবে এই মুহূর্তে মাঠগুলো ঠিকঠাক করাই প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন ফারুক, ‘দায়িত্ব নেওয়ার পর মাঠগুলোর উন্নতি করাই ছিল আসল ইচ্ছা। নতুন মাঠ করতে পারি কি না, সেটা নিয়েও চিন্তা করছিলাম। যেহেতু এটা আমাদের নিজস্ব জায়গা, তাই এটা নিয়ে পরিকল্পনা ছিল। আমাদের যে মাঠগুলোর উন্নতি করার পরিকল্পনা রয়েছে, সেগুলোর সঙ্গে এটা যোগ হবে।’</p>