<p>টেস্ট সিরিজের শুরুটা বৃষ্টিই করেছিল। সিরিজের শেষ ও দ্বিতীয় টেস্টেও সেই ধারা অব্যাহত রেখে বেরসিক বৃষ্টি। তবে প্রথম টেস্টের প্রথম দিন ৪১ ওভার খেলা হলেও দ্বিতীয় টেস্টে টস করারও সুযোগ দেয়নি বৃষ্টি।</p> <p>রাওয়ালপিন্ডি টেস্টের শেষ দিন পর্যন্ত এমন লুকোচুরি খেললে বাংলাদেশের জন্য আশীর্বাদই হবে বেরসিক বৃষ্টি। শেষ টেস্টে পরিত্যক্ত হলে পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জিতবে বাংলাদেশ। বৃষ্টির সহায়তা ছাড়াও নাজমুল হোসেন শান্তদের সুযোগ আছে। প্রথম টেস্ট স্বাগতিকদের ১০ উইকেটে হারানো। শেষ পর্যন্ত বৃষ্টি বাংলাদেশের পাশে থাকবে কি না, সেটা সময়ই বলে দেবে। </p> <p>তবে এই বৃষ্টির কারণেই বাংলাদেশের ‘এ’ দলকে সিরিজ হারাতে হয়েছে। বেরসিক বৃষ্টির কারণেই যে তৃতীয় এক দিনের ম্যাচ পরিত্যক্ত হয়েছে। এর আগে দ্বিতীয় ম্যাচও পরিত্যক্ত হয়েছিল বৃষ্টিতে। দুই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সিরিজের ফেরার সুযোগ পায়নি বাংলাদেশ। যার ফল পেয়েছে পাকিস্তান শাহীনস। প্রথম ম্যাচের ৮ উইকেটের জয়ে তিন ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতেছে।</p> <p>বাংলাদেশ ‘এ’ দলের পুরো সফরে বৃষ্টি বাগড়া দিয়েছে। কারণ পাকিস্তান সফরে এর আগে চার দিনের দুটি ম্যাচেও বৃষ্টি বাগড়া দিয়েছিল। দীর্ঘ সংস্করণের ম্যাচ হওয়ায় তখন অবশ্য খেলোয়াড়রা মাঠে নামতে পারছিলেন। তবে মাঠে নামলেও ম্যাচ দুটি হয়েছিল ড্র। এবারের সফরে তাই জয় ছাড়াই দেশে ফিরতে হচ্ছে এনামুল হক বিজয়-তাওহীদ হৃদয়দের।</p>