<p style="text-align:justify">বোলারদের কাছে সব উইকেটই সমান। প্রতিপক্ষ যে ব্যাটারই হোক না কেন তাকে আউট করাই মূল লক্ষ্য বোলারদের। তবে কখনো কখনো নির্দিষ্ট কোনো ব্যাটারকে আউট করাটাও স্বপ্ন বোলারদের কাছে।</p> <p style="text-align:justify">স্বপ্নের উইকেট বলে কথা! পাকিস্তানের বিপক্ষে তেমনি এক স্বপ্ন নিয়ে টেস্ট খেলতে নামবেন শরীফুল ইসলাম। বাঁহাতি পেসারের স্বপ্নের উইকেট হচ্ছেন বাবর আজম। লাহোরে অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে তেমনটিই জানিয়েছেন বাংলাদেশি পেসার।</p> <p style="text-align:justify">পাকিস্তানের সীমিত ওভারের অধিনায়ককে আউট করার বিষয়ে শরীফুল বলেছেন, ‘আমার স্বপ্নের উইকেট বাবর আজম। বাবর আজম ভাইয়ের উইকেট পেলে আমার খুব ভালো লাগবে। গত বছর তার সঙ্গে এলপিএল খেলেছি৷ মানুষ হিসেবেও তিনি খুব ভালো।’</p> <p style="text-align:justify">পাকিস্তান সিরিজে বাবরকে কঠিন চ্যালেঞ্জ বলে মনে করছেন শরীফুল। তাই বর্তমানে ওয়ানডে ব্যাটাদের র‌্যাংকিংয়ে শীর্ষে থাকা পাকিস্তানি ব্যাটারকে দ্রুত আউট করার কথাও জানিয়েছেন তিনি। ২৩ বছর বয়সী পেসার বলেছেন,‘আমার মতে, বাবর আজম কঠিন চ্যালেঞ্জ বাংলাদেশের জন্য। তাই দ্রুত তার উইকেট নিতে হবে।’</p> <p style="text-align:justify">বাংলাদেশের জন্য সিরিজটা সহজ হবে না জানিয়ে শরীফুল বলেছেন,‘তারা (বাবর, শান মাসুদ) বিশ্বমানের ব্যাটসম্যান। আমাদের বোলিং আক্রমণও ভালো৷ তাদের বিপক্ষে লড়তে হবে৷ এছাড়া তাদের ঘরের মাঠের খেলা। তাই আমাদের কাজটা কঠিন। আমাদের মানিয়ে নিতে হবে। আমাদের লড়তে হবে।’ </p> <p style="text-align:justify">আর আগামী ২১ আগস্টে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের ভেন্যু রাওয়ালপিন্ডির পিচ নিয়ে শরীফুল বলেছেন,‘প্রথমত, আমি এখনও রাওয়ালপিন্ডির উইকেট দেখিনি। আমি শুনেছি, তারা ফাস্ট বোলারদের জন্য কিছু ঘাস রাখছে। আমরাও উইকেটে ঘাসের প্রত্যাশা করছি। সব ফাস্ট বোলারই উইকেটে ঘাস ও সিম মুভমেন্ট পছন্দ করে। তো এটি ফাস্ট বোলারদের জন্য ভালো।’</p>