<p>ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বয়ে দিলেও স্বপ্ন ধরা দিচ্ছিল না সরফরাজ খানের কাছে। মৌসুমের পর মৌসুম প্রথম শ্রেণির ক্রিকেটে অবিশ্বাস্য পারফরম্যান্স করেও যে জাতীয় দলে ডাক পাচ্ছিলেন না ভারতীয় ব্যাটার।</p> <p>অবশেষে যখন সুযোগ পেলেন স্বপ্নটাকে দুর্দান্তভাবেই রাঙালেন সরফরাজ। ইংল্যান্ডের বিপক্ষে রাজকোটে অভিষেক টেস্টে দুই ইনিংসেই ফিফটি তুলে নিলেন ২৬ বছর বয়সী ব্যাটার। নিজের তৃতীয় টেস্টে পেলেন আরেকটি পঞ্চাশোর্ধ্ব ইনিংস। ৫ ইনিংসে ৩ ফিফটিতে ৫০.০০ গড়ে তার রান এখন ২০০।</p> <p>কিন্তু এমন দুর্দান্ত অভিষেকের পরেও সরফরাজ স্বপ্ন পূরণের পরিধিটা আরো দীর্ঘায়িত করতে পারবেন কি না তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। শঙ্কার কথাটা খোদ নিজেই জানিয়েছেন তিনি। বাংলাদেশের বিপক্ষে তাই টেস্ট সিরিজ নিয়ে ভাবছেন না তিনি। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, ‘কোনো প্রত্যাশা রাখছি না। তবে সুযোগ এলে আমাকে প্রস্তুত থাকতে হবে। আমি সব সময় এটাই করে আসছি। পরিবর্তনের জন্য তাই কোনো কারণ দেখছি না।’</p> <p>সরফরাজের স্কোয়াডে সুযোগ পাওয়াটা অবশ্য কঠিন করেছেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল। ইংল্যান্ডের বিপক্ষে দুই ব্যাটার না থাকায় সুযোগ পেয়েছিলেন সরফরাজ। এবার ফেরায় তাকে হয়তো জায়গা ছেড়ে দিতে হবে। আগামী মাসে চেন্নাই ও কানপুরে দুটি টেস্ট খেলতে ভারতে যাবে বাংলাদেশ।</p> <p>তবে দুলীপ ট্রফিতে ভালো কিছু করলে ৫ এবং ৬ নম্বরে জায়গা পাওয়া জোরালো করতে পারবেন সরফরাজ। ভারতের জার্সিতে ক্যারিয়ার আরো দীর্ঘায়িত করা কথা জানিয়ে ২৬ বছর বয়সী ব্যাটার বলেছেন, ‘আমার এবং আব্বুর একটা স্বপ্ন ছিল ভারতের হয়ে খেলা। ইংল্যান্ডের বিপক্ষে তা অর্জন করতে সক্ষম হয়েছি। তবে এখনই শেষ হওয়া উচিত নয়। যত দিন পারা যায় স্বপ্নটা দীর্ঘায়িত করতে হবে। আমাকে কঠোর পরিশ্রম করতে হবে। বিশ্রামের সময় নেই। কোনো কিছুর বিনিময়েও আমাকে কঠোর পরিশ্রম করতে হবে।’</p>