<p style="text-align:justify">কেন উইলিয়ামসন-ট্রেন্ট বোল্টদের পথই অনুসরন করলেন নিউজিল্যান্ডের আরো দুই ক্রিকেটার। নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন ডেভন কনওয়ে ও ফিন অ্যালেন।</p> <p style="text-align:justify">ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলার জন্যই যে এমনটা করেছেন কনওয়ে-অ্যালেন এটা এখন আর না বললেও চলে। কেননা এর আগে কিউইদের যেসব ক্রিকেটার নিজেদের নাম প্রত্যাহার করেছেন, তারাও একই কারণ জানিয়েছেন। কিউইদের সাবেক অধিনায়ক উইলিয়ামসনের মতোই ‘নৈমিত্তিক’ চুক্তি করেছেন কনওয়ে। আগামী বছর জাতীয় দলের হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সীমিত ওভারের সিরিজ বাদে বাকি সব ম্যাচে খেলার বিষয় নিশ্চিত করেছেন বাঁহাতি ব্যাটার।</p> <p style="text-align:justify">আগামী জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলতে চান না কনওয়ে। সে সময় দক্ষিণ আফ্রিকার এসএ টি-টোয়েন্টিতে খেলতে চান তিনি। ক্রিকইনফো জানিয়েছে, প্রোটিয়াদের ফ্র্যাঞ্চাইজি লিগে জোবার্গ সুপার কিংসের হয়ে খেলবেন তিনি। উইলিয়ামসনেরও এই টুর্নামেন্ট খেলার কথা রয়েছে।</p> <p style="text-align:justify">অন্যদিকে ধারণা করা হচ্ছে, বিগ ব্যাশে খেলার জন্যই কেন্দ্রীয় ‍চুক্তি থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন অ্যালেন। অ্যালেন-কনওয়ে দুজনই সর্বশেষ চুক্তিতে ছিলেন। তার পরিবর্তে এখন কাউকে অন্তর্ভুক্ত করেনি নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)।</p> <p style="text-align:justify">নাম প্রত্যাহার করে নেওয়ার বিষয়ে এনজেডসির প্রধান নির্বাহী স্কট উইনিক বলেছেন, ‘ব্ল্যাকক্যাপসের প্রতি কনওয়ের সিদ্ধান্তে আমরা খুশি। সে যোগ্যতাসম্পন্ন একজন খেলোয়াড় এবং গত কয়েক বছর ধরে দলে দুর্দান্ত অবদান রাখছে।’</p> <p style="text-align:justify">কেন্দ্রীয় ‍চুক্তি থেকে নাম প্রত্যাহার করে নেওয়ার বিষয়টি গত বছর শুরু করেন পেসার বোল্ট। এরপর এ বছর সেই তালিকায় যোগ দেন উইলিয়ামসন। পরে তালিকাটা দীর্ঘ করেন দুই পেসার লকি ফার্গুসন ও অ্যাডাম মিলনে। অন্যদিকে যারা কেন্দ্রীয় চুক্তিতে আছেন তাদের বাধ্যতামূলক ঘরোয়া টুর্নামেন্ট সুপার স্ম্যাশে খেলতে হবে, যদি জাতীয় দলের খেলা না থাকে।</p>