<p style="text-align:justify">ভারতের বিপক্ষে নাটকীয় টাই ম্যাচের নায়ক অধিনায়ক চরিত আসালাঙ্কা হলেও প্রথম ওয়ানডেতে গুরুত্বপূর্ণ অবদান ছিল ওয়ানিন্দু হাসারাঙ্গার। ব্যাটিংয়ে ২৪ রানের সঙ্গে বোলিংয়ে নিয়েছিলেন ৩ উইকেট।</p> <p style="text-align:justify">হাসারাঙ্গার এমন দুর্দান্ত পারফরম্যান্স আজ দ্বিতীয় ওয়ানডেতেও পাওয়ার অপেক্ষায় ছিল শ্রীলঙ্কা। কিন্তু লঙ্কানদের অপেক্ষা দীর্ঘ করলেন লেগস্পিনার। চোটের কারণে যে শেষ দুই ওয়ানডে থেকেই ছিটকে গেছেন তিনি। এতে শ্রীলঙ্কার চোটের মিছিল আরো দীর্ঘ হলো। </p> <p style="text-align:justify">হ্যামস্ট্রিংয়ের চোট শেষ দুই ওয়ানডেতে খেলতে দিচ্ছে না হাসারাঙ্গাকে। ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নিজের বোলিং কোটার শেষ বলটি করার সময় বাম হ্যামস্ট্রিংয়ে ব্যথা পান তিনি। পরে এমআরআই স্ক্যানে দেখা যায় তিনি চোট পেয়েছেন।</p> <p style="text-align:justify">হাসারাঙ্গার চোটের বিষয়টি নিশ্চিত করে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) বিবৃতিতে লিখেছে,‘প্রথম ওয়ানডেতে দশম ওভারের শেষ বলটি করার সময় বাম হ্যামস্ট্রিংয়ে ব্যথা পান হাসারাঙ্গা। এমআরআই স্ক্যানে তাঁর চোট ধরা পড়েছে।’ হাসারাঙ্গার বদলি হিসেবে লেগস্পিনার জেফ্রি ভ্যান্ডারসেকে দলে ডেকেছে শ্রীলঙ্কা।</p> <p style="text-align:justify">এর আগে চোটের কারণে ভারতের বিপক্ষে ৪ জন ক্রিকেটার ছিটকে গেছেন। টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে ছিটকে যান দুই পেসার দুষ্মন্ত চামিরা ও নুয়ান তুষারা। আর বাকি দুজন মাতিশা পাতিরানা ও দিলশান মাদুশঙ্ক ছিটকে যান ওয়ানডে সিরিজ শুরুর আগে।</p>