<p>পরিকল্পনাটা আগেই করে রেখেছিলেন সিমোন বাইলস। ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতলেই বিশেষ এক নেকলেস পরবেন গলায়। গতকাল নারীদের অল-অ্যারাউন্ডে সোনা জিতে স্বপ্নটা পূরণ করতে আর দেরি করলেন না যুক্তরাষ্ট্রের জিমন্যাস্ট।</p> <p>অল-অ্যারাউন্ডে চ্যাম্পিয়ন হওয়ার পরেই গলায় ‘গোট’ নেকলেস পরেন বাইলস। ছাগলের মতো দেখতে নেকলেসটি তৈরি করেছেন ৫৪৬টি হিরা দিয়ে। নিজেকে সর্বকালের সেরা জিমন্যাস্ট প্রমাণ করতেই এটি করেছেন ২৭ বছর বয়সী অ্যাথলেট। হিরে লকেটের সঙ্গে চ্যাম্পিয়ন হওয়ার পুরস্কার সোনার পদক তো গলায় ঝুলছিলই। কোনো ইভেন্টে জয়ী হওয়ার পর অ্যাথলেটরা যখন সোনার পদক হাতে ধরে কিংবা কামড় দিয়ে ছবি তুলে তখন বাইলস ‘গোট’ লকেট ও সোনার পদক উঁচিয়ে ছবি তুললেন পোডিয়ামে।</p> <p>ম্যাচ শেষে লকেট পরা নিয়ে বাইলস বলেন, ‘এটা কিছুটা গুণকীর্তন। তবে অনেকে এটা পছন্দ করে। অনেকেই আমাকে জিওটি (সর্বকালের সেরা) বলে ডাকে। তাই ভাবলাম এটা সত্যি বিশেষ কিছু যা তৈরি করে নিয়ে আমি পরতে পারি। যদি ভালো কিছু হয় তাহলে আমি গোট নেকলেস পরব। জানি এটা নিয়ে অনেক আলোচনা হবে।’</p> <p>গতকাল ৫৯.১৩১ স্কোর গড়ে সোনা জিতেন বাইলস। ক্যারিয়ারের ষষ্ঠ অলিম্পিক জয়ের পথে পেছনে ফেলেছেন ব্রাজিলের রুপাজয়ী রেবেকা আন্দ্রাদে (৫৭.৯৩২) ও তারই স্বদেশি ব্রোঞ্জজয়ী সুনিসা লিকে (৫৬.৪৬৫)। এবারে প্যারিস অলিম্পিকে দ্বিতীয় সোনা তার। এর আগে জিমন্যাস্টের দলগত ইভেন্টে সোনা জিতে টোকিও অলিম্পিকের দুঃস্বপ্নকে চাপা দিয়েছেন তিনি।</p>