<p>১৯৮৪ সাল থেকে অলিম্পিকে অংশগ্রহণ করে বাংলাদেশ। ১১ বার অলিম্পিকে অংশগ্রহণ করেও বাংলাদেশের পদক নেই। এবারের প্যারিস অলিম্পিকে চারটি ডিসিপ্লিনে থাকছে বাংলাদেশের ৫ জন ক্রীড়াবিদ। তাদের সাফল্যের দিকে তাকিয়ে আছে বাংলাদেশের মানুষ। এর আগের বাংলাদেশের অলিম্পিকের অতীত ইতিহাস খুব একটা ভালো না হলেও গেল কয়েক আসরে ভালো করার সম্ভাবনা জাগিয়েছিল বাংলাদেশীরা। </p> <p>বাংলাদেশীর মধ্যে এবারের অলিম্পিকে আশা জাগাচ্ছে আর্চার। আর্চারিতে আজ মিশনে নামবে সাগর। বাংলাদেশ থেকে একমাত্র অ্যাথলেট হিসেবে সরাসরি অংশ নেওয়া সাগর লড়বেন সারাবিশ্বের ৬৪ জন আর্চারের সঙ্গে। রিকার্ভের কোয়ালিফিকেশন রাউন্ডে দারুণ কিছু করার লক্ষ্যেই মাঠে নামবেন তিনি। </p> <p>২৮ জুলাই বাংলাদেশের শুটিং ইভেন্ট। ১০ মিটার এয়ার রাইফেলে রবিউলের স্বপ্নপূরণের মিশন শুরু হবে। কোয়ালিফিকেশন রাউন্ডে তাকে লড়তে হবে বিশ্বের বাঘা বাঘা সব শুটারদের বিপক্ষে।</p> <p>৩০ জুলাই সাঁতারু সামিউল ১০০ মিটার ফ্রি স্টাইলে প্রথম ধাপ পেরুনোর লক্ষে পুলে নামবেন। আরেক সাঁতারু সোনিয়া নামবেন ১ আগস্ট। তার লড়াই হবে ৫০ মিটার ফ্রিস্টাইলে। </p> <p>১ আগস্ট নামবেন স্প্রিন্টার ইমরানও। অলিম্পিকে ১০০ মিটার স্প্রিন্টের প্রিলিমিনারি রাউন্ডে অংশ নেবেন তিনি। এর আগে, বিশ্বচ্যাম্পিয়নশিপে প্রিলিমিনারি রাউন্ড সহজেই পেরিয়েছিলেন তিনি। দৌড়েছিলেন মূল হিটে। অলিম্পিকেও সেই লক্ষ্যে ট্র্যাকে নামবেন এই স্প্রিন্টার।</p> <p>সাগর ছাড়া বাকি চারজন অলিম্পিকে গেছেন ওয়াইল্ড কার্ড নিয়ে। টানা দুটি অলিম্পিকে আর্চারি থেকে দুজন সরাসরি খেলার যোগ্যতা অর্জন করায় এবার এই ইভেন্টে দারুণ কিছুর প্রত্যাশা করছেন সবাই। আর এই প্রত্যাশাটা সাগর ইসলামকে নিয়ে।</p>