<p>ক্যারিয়ারের শেষ ইউরোটা রাঙানো হলো না ক্রিস্টিয়ানো রোনালদোর। ইউরোর ইতিহাসে সর্বোচ্চ ১৪ গোল করা রোনালদো যে এবারের টুর্নামেন্টে একবারও জালের দেখা পাননি। ক্যারিয়ারে এমন বাজে টুর্নামেন্ট আর কখনো পার করেননি।</p> <p>টুর্নামেন্টে এতটাই বাজে সময় গেছে যে সর্বোচ্চ ২৩ শট নিয়েও খেলোয়াড়দের আরাধ্য গোলের দেখা পাননি রোনালদো। অথচ টানা পাঁচ বিশ্বকাপে গোল করা একমাত্র ফুটবলার ‘সিআর সেভেন’। এমন হতাশাজনক পারফরম্যান্সের কারণে সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছেন তিনি। কেউ কেউ একটু আগ বাড়িয়ে জানিয়েছেন, তার এখনই অবসর নেওয়া উচিত। </p> <p>অন্যদের সমালোচনায় অবশ্য কান দিচ্ছেন না রোনালদো। তবে এটাই তার শেষ ইউরো বলে স্লোভাকিয়ার বিপক্ষে ম্যাচ শেষে জানিয়েছিলেন তিনি। শেষ আটে ফ্রান্সের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পর দলকে নিয়ে একটা আবেগঘন পোস্ট দিয়েছেন পাঁচবারেরর ব্যালন ডি অর জয়ী।</p> <p>পর্তুগালের আরো ভালো কিছু প্রাপ্য ছিল বলে নিজের সামাজিক মাধ্যম পোস্টে জানিয়েছেন রোনালদো। ৩৯ বছর বয়সি আল নাসর ফরোয়ার্ড বলেছেন,‘আমরা আরো বেশি চেয়েছিলাম। আরও বেশি প্রাপ্য ছিল আমাদের। নিজেদের, আমাদের প্রত্যেকের এবং, পর্তুগালের জন্য।’</p> <p>সবশেষে সমর্থকদের ধন্যবাদ জানিয়ে রোনালদো বলেছেন,‘ তোমরা (সমর্থকরা) আমাদের যা কিছু দিয়েছ এবং আমরা যা অর্জন করেছি সবকিছুর জন্য কৃতজ্ঞ। মাঠ এবং মাঠের বাইরে, আমি নিশ্চিত আমাদের উত্তরাধিকার সম্মানিত হবে এবং এমনটা অব্যাহত থাকবে।’</p>